শনিবার ১১ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০৯ মে ২০২৫ ০১ : ০৩Abhijit Das
বুড়োশিব দাশগুপ্ত
পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গিহানার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। সাংবাদিক বৈঠকে বিদেশসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের জাতিসংঘের নির্ধারিত নিয়ম মেনেই ভারত পদক্ষেপ করেছে। ন'টি জায়গায় হামলা চালানোর উদ্দেশ্য ছিল সন্ত্রাসের উৎস নির্মূল করা। ওই ঘাঁটিগুলি থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত সীমন্তের পারে হামলা চালানোর। তিনি আরও জানান, এর আগেও পাকিস্তানকে এই ঘাঁটিগুলি সম্পর্কে, সেগুলির কার্যকলাপ সম্পর্কে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি। উল্টে সেই 'তথ্য' ব্যবহার করে জঙ্গি কার্যকলাপে আরও উৎসাহ প্রদান করেছিল। সরকারি সূত্র অনুযায়ী, প্রত্যাঘাতে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী মাসুদ আজহারের গোটা পরিবার এবং নিকট আত্মীয়দের মৃত্যু হয়েছে।
বিদেশসচিব যদিও ভারতের প্রত্যাঘাতকে 'যুদ্ধ' হিসেবে ব্যাখ্যা করতে নারাজ। রাষ্ট্রপুঞ্জ দুই দেশকে বার্তা পাঠিয়েছে, সংঘাত যেন কোনও ভাবে যুদ্ধে মোড় না নেয়। ইরান ইতিমধ্যেই মধ্যস্থতা করা প্রস্তাব দিয়েছে। কিন্তু তুরস্ক ইতমধ্যেই পাকিস্তানকে সাহায্য করতে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। আমেরিকা এখনও কোনও পদক্ষেপ করেনি। কিন্তু পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছ, যুদ্ধে আমেরিকার কোনও যুদ্ধবিমান যেন ব্যবহার না করা হয়। যদিও চীন অদ্ভুতভাবে গোটা বিষয়টি নিয়ে চুপ।
ভারতে ভয় যদিও পাকিস্তানকে নিয়ে নয় বরং 'বন্ধু'কে সাহায্যেj জন্য চীন কী করতে পারে তা নিয়ে। যুদ্ধাস্ত্র নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই চলে না। তা সে যতই যুদ্ধের হুমকি দিক না কেন। 'অপারেশন সিঁদুর' ন'টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেই শেষ হয়নি। এর পরের একটি সাংবাদিক বৈঠকে সেনার তরফ থেকে জানানো হয়, পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়-সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের 'ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড' এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে। পাকিস্তানের আক্রমণের পাল্টা ভারত লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছে।
এখন মনে হচ্ছে পরিস্থিতি পুরোদস্তুর পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই যুদ্ধ কি প্রয়োজনীয় ছিল? রাশিয়া ও ইউক্রেন এবং ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধে বিশ্ব ইতিমধ্যেই উদ্বিগ্ন। তৃতীয় আরও একটি যুদ্ধ সত্যিই উদ্বেগের বিষয় । বিশেষ করে যখন ভারত ও পাকিস্তান দুই দেশি পারমাণু শক্তিধর। ভারত তার পাল্টা আক্রমণ বর্ণনা করার ক্ষেত্রে অস্বাভাবিক সংযম দেখাচ্ছে। কিন্তু বাস্তবে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড জড়িত। একটি রিপোর্ট অনুযায়ী, পূর্ণাঙ্গ যুদ্ধে ভারতের দৈনিক খরচ হবে প্রায় ৬৭০ মিলিয়ন ডলার। পাকিস্তানের সামরিক শক্তি কম থাকায় তাদের প্রতিদিন প্রায় ১৫০ মিলিয়ন ডলার খরচ হবে। এটা কি সত্যিই দরকার, যেখানে ভারত এবং পাকিস্তান উভয়েরই উন্নয়নকাজে আরও বেশি ব্যয় করা উচিত।
পুরোদস্তুর যুদ্ধ একবার শুরু হয়ে গেলে তা দ্রুত শেষ হবে না। সকলেরই ধারণা, ভারতের বিপুল সামরিক শক্তির সামনে বেশিদিন টিকতে পারবে না পাকিস্তান। কিন্তু সেই ধারণা ভুল। উদাহরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যেখানে রাশিয়া ভেবেছিল বিপুল সামরিক শক্তির সাহায্যে খুব সহজেই ইউক্রেনকে বাগে আনা যাবে। ইউরোপ এবং ন্যাটো ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গত এক বছর ধরে যুদ্ধ চলে আসছে। পাকিস্তানকে ছোট করে দেখলে ভুল করা হবে। সে ঠিক বন্ধু খুঁজে পেয়ে যাবে। তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা 'ড্রাগন'-এর প্রবেশের অপেক্ষা করছি। জল কূটনীতি কিংবা বিশ্ব ব্যাঙ্ক বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারকে বুঝিয়ে পাকিস্তানের অর্থ সাহায্য বন্ধ করতে রাজি করানো যুদ্ধের চেয়ে অনেক ভাল সমাধান হত। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই 'প্রতিশোধের পদক্ষেপের' ফলে পাকিস্তানের হাল আরও খারাপ হয়ে যেত। ভারতের অর্থনীতি এখন ভাল অবস্থায় আছে। কিন্তু যুদ্ধের দৈনিক বিশাল ব্যয় অর্থনীতির অপূরণীয় ক্ষতি করতে পারে। আমরা কেবল আশা করতে পারি, শীঘ্রই সদিচ্ছা জাগবে এবং প্রতিবেশী দেশগুলি যুদ্ধ দীর্ঘায়িত করার উস্কাবি দেবে না। ১৯৪৭ সালে কাশ্মীর ইস্যুতে এই দু'টি দেশের জন্মের পর থেকে আমরা কমপক্ষে তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধ দেখে ফেলেছি।
নানান খবর

কাজ থেকে বাড়ি, প্রেম! জীবনে চাপের অভাব নেই, স্ট্রেসের জুজুকে হার মানাবেন কী করে, রইল টিপস

কালীপুজোর ইউনেস্কো স্বীকৃতির লক্ষ্যে তৈরি বারাসাত, একগুচ্ছ পরিকল্পনা পুলিশের

সিনিয়রদের নির্যাতন, নাকি লুকিয়ে অন্য রহস্য? পুণের এনডিএ-তে লখনউয়ের তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল

সামনেই শীত! শরীরকে চাঙ্গা রাখতে কাজে লাগাবেন কোন জিনিস? রোগের যম, হার্ট রাখে ভাল

এশিয়া কাপ ট্রফি বিতর্কে বড় পদক্ষেপ, ছাঁটাইয়ের পথে মহসিন নাকভি?

কাশ্মীরে শহিদ বীরভূমের প্যারা কমান্ডো সুজয় ঘোষ, শোকে বীরভূমের কুণ্ডীরা গ্রাম

মোদি জমানায় ভয়াবহভাবে বেড়েছে দলিতদের ওপর আক্রমণ: জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো

পেট ব্যথা-ডায়েরিয়া, কাটাছেঁড়া থেকে দাঁত ব্যথা! আচমকা রোগের কবলে পড়লে আর্য়ুবেদিক টোটকায় পাবেন স্বস্তি

সংসার চালাতে হিমশিম খাচ্ছেন? কিছুতেই বাজার খরচে লাগাম টানতে পারছেন না? সহজ টোটকাতে হবে মুশকিল আসান

সামনে এল শুভশ্রীর ‘অনুসন্ধান’-এর পোস্টার! রইল বিশেষ ঝলক, দেখে নিন

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা, বাদ পড়লেন একনম্বর তারকা

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা, বাদ পড়লেন একনম্বর তারকা

'প্রথম দেখাতেই অন্তঃসত্ত্বা'! প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এ কী ঘটালেন যুবতী? নেটপাড়ায় কটাক্ষ পিছু ছাড়ছেনা

প্রধান বিচারপতি গাভাই-এর উপর জুতো ছোড়া আসলে ভারতের সংবিধানের ওপর এক গভীর আঘাত

নীরবে আঘাত হানে ডায়াবেটিস! কোন কোন উপসর্গ দেখে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে একগুঁয়ে রোগ

টইটই-ঘুরঘুরের মধ্যেই নজর থাক স্বাস্থ্যের দিকে! বেড়াতে গিয়ে কোন কোন সুঅভ্যাসকে সঙ্গী করবেন?

মেহেন্দির সঙ্গে হুঁকোর ধোঁয়া, করওয়া চৌথের ‘আধুনিক’ রূপ দেখে বিতর্ক নেটপাড়ায়

দুই দিনেই লাল নতুন মেট্রো! উদ্বোধনের পরেই মেট্রোয় ভর্তি গুটখার পিক!

শতরান হাতছাড়া হওয়ায় হতাশ, যশস্বীর থেকে মূল্যবান শিক্ষা নিলেন সাই

নীতীশ কুমারের দুই দশকেরও বেশি শাসনকালে ভয়াবহ চিত্র উঠে এল বিহারের!

সাফল্যের শিখরে থেকেও অভিনয় ছেড়ে দিতে চান রণবীর? কী বললেন নায়ক

খাঁ খাঁ করছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, সমর্থকরা জানালেন, রোহিতের অনুশীলনে ভিড় বেশি

ছবি থেকে সরিয়ে দেন সলমন! শেষমেষ কাজ দিলেন শাহরুখ-পুত্র আরিয়ান, ‘ভাইজান’কে নিয়ে কী বললেন রজত

আত্মহত্যার চেষ্টা থেকে বিশ্বকাপের মঞ্চ! অতীতের যন্ত্রণার কথা তুলে ধরলেন প্রোটিয়া তারকা