বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ভারত-পাকিস্তান যুদ্ধ কি শুরু হয়ে গিয়েছে? যদি হ্যাঁ, তাহলে ঘোষণা করবেন কে?

AD | ০৯ মে ২০২৫ ১৯ : ০৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পাল্টা ভারতের 'অপারেশন সিঁদুর'। তার পাল্টা পাকিস্তানের কিছু ব্যর্থ প্রচেষ্টা। পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধমপুরে ভারতীয় সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। ভারতীয় সশস্ত্র বাহিনী সফলভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পাল্টা আঘাত হেনেছে ভারতও। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বেশ কয়েকটি শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দিয়ে সতর্কতা জারি করেছে।

পাকিস্তানের প্ররোচনা এবং বৃহস্পতিবার রাত ভারতের প্রত্যাঘাত একটিই প্রশ্নের জন্ম দিয়েছে, দুই পরমাণু শক্তিধর দেশ কি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। আর যদি তা-ই হয় তাহলে সেটি ঘোষণা করবেন কে?

ভারতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় ক্যাবিনেটের পরামর্শের ভিত্তিতে এটি প্রয়োগ করা হয়। ভারতীয় সংবিধানে অন্য কিছু দেশের মতো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পদ্ধতি সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা নেই। তবে, সংবিধানের ৩৫২ অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা ঘোষণা হল যুদ্ধের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত সবচেয়ে ঘনিষ্ঠ সাংবিধানিক প্রক্রিয়া।

কারা কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত-

ভারতের রাষ্ট্রপতি: সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে (অনুচ্ছেদ ৫৩(২)) রাষ্ট্রপতির যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে, সরকারের পরামর্শের ভিত্তিতে এই ক্ষমতা প্রয়োগ করা হয়।  সংবিধানের ৫৩ অনুচ্ছেদে অনুযায়ী, কেন্দ্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই রয়েছে। তবুও, ৭৪ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের সহায়তা এবং পরামর্শ অনুসারে কাজ করেন। অতএব, রাষ্ট্রপতি কর্তৃক যুদ্ধ বা শান্তির যে কোনও আনুষ্ঠানিক ঘোষণা কেবল মন্ত্রিসভার পরামর্শেই করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রিসভা: বাস্তবে, যুদ্ধে যাওয়ার বা শান্তি ঘোষণা করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা পরিষদ মন্ত্রিসভাকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে থাকে। সিদ্ধান্তে পৌঁছনোর আগে মন্ত্রিসভা সামরিক প্রধান, গোয়েন্দা সংস্থা এবং কূটনৈতিক গোষ্ঠীর কাছে মতামত চাইতে পারে। ১৯৭৮ সালের ৪৪তম সংশোধনী আইন অনুসারে, রাষ্ট্রপতি কেবল মন্ত্রিসভার লিখিত সুপারিশের ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা (যা যুদ্ধ পরিস্থিতিতে প্রযোজ্য) ঘোষণা করতে পারেন।

সংসদ: যদিও সংসদ সাংবিধানিকভাবে যুদ্ধ ঘোষণা বা পূর্ব-অনুমোদনের জন্য বাধ্য নয়। তবে প্রতিরক্ষা বাজেটের তত্ত্বাবধান এবং সামরিক কর্মকাণ্ড নিয়ে সরকারকে করার ক্ষমতা রয়েছে সংসদের। যুদ্ধ ঘোষণা নিয়ে সরকার সংসদকে অবহিত করবে এবং রাজনৈতিক ঐকমত্য অর্জন করবে। মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করলে পরবর্তীতে এটি অনুমোদনের জন্য লোকসভা এবং রাজ্যসভা উভয়ের কাছেই উপস্থাপন করতে হয়।

যদি যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা করতেই হয়, তাহলে পরিস্থিতি মূল্যায়নের পর মন্ত্রিসভা রাষ্ট্রপতির কাছে লিখিত সুপারিশ করবে। এর পর রাষ্ট্রপতি ৩৫২ অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই ঘোষণা সমগ্র দেশ বা দেশের একটি নির্দিষ্ট অংশের জন্য হতে পারে।

জরুরি অবস্থা ঘোষণা সংসদের প্রতিটি কক্ষের পেশ করতে হবে। দু'টি কক্ষে সেই প্রস্তাব দুই তৃতীয়াংশ ভোটে পাশ হয়ে গেলে এক মাসের মধ্যে জরুরি অবস্থা কার্যকর হবে।

সংসদে অনুমোদনের পর জরুরি অবস্থা ছয় মাস বলবৎ থাকে। পরিস্থিতি বিচার করে আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা যেতে পারে।

রাষ্ট্রপতি যে কোনও সময় জরুরি অবস্থা ঘোষণা প্রত্যাহার করতে পারেন। ৪৪তম সংশোধনী অনুযায়ী, লোকসভা যদি জরুরি অবস্থা বহাল রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।

যদিও সংবিধানে কেবল 'যুদ্ধ ঘোষণা' করার জন্য কোনও নির্দিষ্ট অনুচ্ছেদ নেই। ৩৫২ অনুচ্ছেদের অধীনে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত বিধানগুলি যুদ্ধ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রয়োগ করা হয়।


Operation SindoorIndian ConstitutionIndia Pakistan Conflict

নানান খবর

নানান খবর

সিঁদুর অভিযানে পাঞ্জাবের গোল্ডেন টেম্পলে সেনার অস্ত্র রেখেছিল ভারতীয় সেনা? স্বর্ণ মন্দিরের এই অতিপ্রাকৃত ক্ষমতার কথা জেনে নিন

ভারতের এই শহরে আমিষ খাবার ছুঁয়ে দেখাও পাপ, বিশ্বের আর কোনও দেশে নেই এমন জায়গা

বড় নাশকতার ছক কষেছিল? দিল্লির হোটেল থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট

সুঁচ না ফুটিয়েই রক্ত পরীক্ষা করে দেবে এআই! নয়া প্রযুক্তি নিয়ে এল হায়দরাবাদের হাসপাতাল

দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান

২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে

আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন

স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা

'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস

বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’

ফের ফিরবে লকডাউনের স্মৃতি!‌ দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন  

কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ

ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর

সোশ্যাল মিডিয়া