বৃহস্পতিবার ২২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বাতিল কেরালার প্রদর্শনী ম্যাচ, ভারতে আসছেন না লিওনেল মেসি

Kaushik Roy | ০৯ মে ২০২৫ ০০ : ৪৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত লিওনেল মেসির ভারত সফর এই বছর আর হচ্ছে না। কেরালায় আর্জেন্টিনার জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাতিল হয়ে গেছে। জানা গিয়েছে, আয়োজক সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ১০০ কোটি টাকা তুলতে ব্যর্থ হয়েছে। গত বছর কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালে আর্জেন্টিনা দল কেরালায় দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে, যার মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল কোচিতে।

লিওনেল মেসি-সহ তারকা খেলোয়াড়দের ভারতে আসার কথা ছিল অক্টোবরে। এই বিশাল আয়োজনের স্পনসরশিপ দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে। জানা গিয়েছে, ওই সংস্থা একটি অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি ও অন্যান্য মাধ্যম থেকে ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ সংগ্রহ সম্ভব হয়নি।

উল্লেখযোগ্যভাবে, ওই ১০০ কোটির মধ্যে ৭০ শতাংশই ছিল আর্জেন্টিনা দলের ‘অ্যাপিয়ারেন্স ফি’। এই পরিস্থিতিতে আর্জেন্টিনা দল প্রীতি ম্যাচ খেলার জন্য বিকল্প দেশের খোঁজ করছে বলে খবর সূত্রের। এক সাক্ষাৎকারে কেরালার ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘এই মুহূর্তে লিওনেল মেসির ভারতে আসার কোনও সম্ভাবনা নেই’। তবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্তন এদুল ইতিমধ্যেই জানান, চলতি বছর আর্জেন্টিনা দল চিনে দুটি এবং কাতার ও অ্যাঙ্গোলায় একটি করে ম্যাচ খেলবে।

কোনও সরকারি বিবৃতি প্রকাশিত না হলেও মনে করা হচ্ছে অক্টোবর-নভেম্বরে ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের সময়সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে আর্জেন্টিনা। উল্লেখ্য, ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলতে মেসি শেষবার ভারতে এসেছিলেন। জানা যাচ্ছে, বর্তমানে কেরালা রাজ্য সরকার অন্য এক নতুনভাবে ইভেন্ট স্পনসরের দায়িত্ব দিয়েছে। কিন্তু তারাও বর্তমানে আর্জেন্টিনার খেলতে আসা নিয়ে নীরব রয়েছে।


নানান খবর

নানান খবর

ইডেন থেকে আহমেদাবাদে আইপিএল ফাইনাল সরায় বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী, বলছেন, '... উদ্দেশ্যপ্রণোদিত'

আর খেলতেই পারতেন না ফুটবল, 'মেরুদণ্ড শক্ত' করে ইস্টবেঙ্গলে এলেন তরুণ তুর্কি

'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার 

মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু

ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!

আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়

কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?

সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?

নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের

আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার

এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে

রুতুরাজের সত্যিই চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ

সোশ্যাল মিডিয়া