শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ এপ্রিল ২০২৫ ১৫ : ৩০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে ইতিহাস গড়েছেন রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজের তৃতীয় আইপিএল ম্যাচেই ৩৫ বলে দুরন্ত শতরান করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে বৈভব হলেন আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান (১৪ বছর ৩২ দিন)।
শুধু তাই নয়, তাঁর ৩৫ বলের সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে দ্রুততম ও আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। তাঁর আগে রয়েছেন ৩০ বলে শতরান করা দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। বৈভবের এই কীর্তির পর তাঁকে নিয়ে হইহই পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। আবেগপ্রবণ হয়ে পড়েন লখনউ সুপারজায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন একটি পুরনো ছবি।
২০১৭ সালে তোলা সেই ছবিতে দেখা যায় মাত্র ৬ বছর বয়সী বৈভব বাবার সঙ্গে ইডেনে খেলা দেখতে এসেছেন। রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে গ্যালারি থেকে উৎসাহ দিচ্ছেন। পরনে রয়েছে গোলাপি জার্সি এবং কপালে বাধা রয়েছে গোলাপি ব্যান্ড। সেই ছোট্ট ছেলেটিই যে একদিন পিঙ্ক আর্মির হয়ে দুনিয়া কাঁপাবে কে জানত।
সঞ্জীব গোয়েঙ্কা তাঁর পোস্টে লেখেন, ‘আজ সকালে হাতে এসেছে ২০১৭ সালের একটি ছবি। যেখানে ৬ বছরের বৈভব আমার তৎকালীন দল রাইজিং পুনে সুপারজায়ান্টের জন্য চিয়ার করছে। ধন্যবাদ বৈভব। অনেক শুভেচ্ছা ও সমর্থন রইল’। বৈভবকে নিয়ে আবেগে ভাসছে বিহার ক্রিকেট সংস্থা। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লিখেছেন, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করে নজির গড়েছে বৈভব। ২০২৪ সালেই বৈভব ও তাঁর বাবার সঙ্গে দেখা হয়েছিল। তখনই ওঁকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলাম। আইপিএলে দুরন্ত শতরানের পর ফোনেও বৈভবকে অভিনন্দন জানিয়েছি। বিহারের এই তরুণ ক্রিকেটাকে সরকারের তরফে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে’।
নানান খবর

নানান খবর

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?