শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

Pallabi Ghosh | ২৬ এপ্রিল ২০২৫ ২০ : ৩৯Pallabi Ghosh


বিভাস ভট্টাচার্য: অ্যালার্জি এবং তার থেকে তৈরি হওয়া বিভিন্ন জটিল উপসর্গ।‌ শৈশবে কানে শুনতে না পাওয়া বা বধিরতা। ‌প্রতিদিন এই দুই সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। ভিড়টা উত্তোরোত্তর বেড়েই চলেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসার মাধ্যমে যাতে এই দুই সমস্যার সমাধান করা যায় সেবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে একটি সেমিনারের আয়োজন করা হয়। হাসপাতালের ইএনটি বিভাগের তরফে আয়োজিত এই সেমিনারে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য ডাঃ শশী পাঁজা, অধ্যক্ষ ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস, এমএসভিপি ডাঃ অঞ্জন অধিকারী, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডাঃ অরূপ চক্রবর্তী, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট ডাঃ জয়ন্ত সান্যাল।  

 

এবিষয়ে অধ্যক্ষ বলেন, 'অ্যালার্জি থেকে নানারকম সমস্যা তৈরি হতে পারে। দেখা গেল কারও হয়ত হাঁচি হচ্ছে, আবার কেউ হয়ত কাশিতে ভুগছেন। এছাড়াও তৈরি হতে পারে আরও নানাবিধ সমস্যা। কাউকে পাঠানো হচ্ছে ইএনটিতে, আবার কাউকে চেস্ট অ্যান্ড রেসপিরেটরি বিভাগে। রোগের উৎস হয়তো একটাই জিনিস। কিন্তু চিকিৎসা কীভাবে হবে? এটা যখন একটা বড় এবং 'কমন' প্ল্যাটফর্মে আলোচনা করা হয় তখন সেখানে উঠে আসে নানাবিধ বিষয় এবং তার প্রতিকার। সেই হিসেবে বিভিন্ন বিভাগকে নিয়ে আয়োজিত এই ধরনের সেমিনার খুবই প্রয়োজনীয়। এর পাশাপাশি যে সমস্ত শিশুদের যন্ত্রের মাধ্যমে বধিরতা দূর করে স্বাভাবিক শ্রবণশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব সেই সমস্ত শিশুদের জন্য 'ককলিয়ার ইমপ্ল্যান্ট'-এর বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। যন্ত্রটি যেহেতু দামি, সেজন্য আমরা একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করব।' 

 

কলকাতা থেকে দূরবর্তী অঞ্চলের রোগীদের সহায়তায় রাজ্যে যেহেতু টেলিমেডিসিন-এর উপর জোর দেওয়া হয়েছে সেজন্য এদিনের আলোচনাসভায় অধ্যক্ষ জোর দিয়েছেন এই বিষয়টির উপরেও। তাঁর কথায়, অ্যালার্জি এবং শ্বাসকষ্টের জন্য প্রয়োজনীয় চিকিৎসা যাতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টিতে জোর দিতে হবে। 

 

উপস্থিত ছিলেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ দেবাশিস দাস, রেসপিরেটরি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শিবেশকুমার দাস, ফার্মাকোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ দীপককুমার সরকার এবং পেডিয়াট্রিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মিহির সরকার ও অন্যরা। 

 

কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের তরফে আরও যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা হল 'স্কিন প্রিক অ্যালার্জি টেস্টিং এবং 'রেডিও অ্যালার্জো সরবেন্ট টেষ্ট'। চামড়ার মাধ্যমে এবং রক্ত পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট করে বলে দেওয়া সম্ভব কী থেকে রোগীর অ্যালার্জি হচ্ছে‌। পরীক্ষা কিছুটা ব্যয়সাপেক্ষ এবং এই মুহূর্তে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে এই পরীক্ষা হয় না। ফলে কলকাতা মেডিক্যাল কলেজের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। যার জেরে উপকৃত হবেন রাজ্যের অসংখ্য প্রান্তিক মানুষ। আপাতত নাক, কান ও গলায় অ্যালার্জির জন্য হাসপাতালের ইএনটি বিভাগে একটি ক্লিনিক চালু হতে চলেছে। প্রতি সপ্তাহে শনিবার এই ক্লিনিক চালু থাকবে। ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ দীপ্তাংশু মুখার্জি জানিয়েছেন, 'আপাতত গবেষণার উদ্দেশ্যে এই ক্লিনিক চালু হতে চলেছে। যেখানে নাক, কান ও গলার অ্যালার্জির সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের চিকিৎসা করা হবে।'


Kolkata Medical CollegeAllergy Test

নানান খবর

নানান খবর

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.‌৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

সোশ্যাল মিডিয়া