আজকাল ওয়েবডেস্ক: প্রাচীনকাল থেকেই জ্যোতিষশাস্ত্র মানুষের ভাগ্য ব্যাখ্যা করে আসছে। আজও কোটি কোটি মানুষ তাই তাকিয়ে থাকেন দৈনিক রাশিফলের উপর! কী হবে ২৫ এপ্রিল? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২৫ এপ্রিল চন্দ্র কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে আগে থেকেই রাহু, শনি, বুধ এবং শুক্র উপস্থিত রয়েছে, এমন অবস্থায় চন্দ্র মীন রাশির যাওয়ায় তৈরি হবে বিরল পঞ্চগ্রহী যোগ। কাদের কপাল খুলবে এই যোগে?

 * তুলা: তুলা রাশির জন্য আজকের দিনটি বেশ ভাল। বিশেষ করে আজ এই রাশির জাতকদের প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। তাতে আনন্দ পাবেন। তবে আর্থিক ক্ষেত্রে ভাল-মন্দ মিশিয়ে থাকতে পারে।

 * মকর: পেশাগত ক্ষেত্রে মকর রাশির জন্য দিনটি অনুকূল। ব্যবসা বা চাকরিতে মোটা আয়ের সম্ভাবনা। তবে পরিবারে কিছু ছোটখাটো বিবাদ হতে পারে, তাই ঝগড়া এড়িয়ে যাওয়াই ভাল।

 * কন্যা: আর্থিক ব্যাপারে ভাগ্য খুলে যেতে পারে কন্যা রাশির জাতকদের। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। পেশাগত ক্ষেত্রেও দিনটি আনন্দে কাটবে। বিবাহবহির্ভূত সম্পর্কের থেকে আনন্দ লাভ হতে পারে।