বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Srijit Mukherji s Killbill Society redefines the power of Cameos in Bengali Cinema

বিনোদন | অঙ্কুশ থেকে অনন্যা, ‘হেমলক’-এর দেখানো পথেই ছবিতে অতিথি শিল্পীদের নতুন সংজ্ঞা তৈরি করতে আসছে ‘কিলবিল সোসাইটি’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৭ মার্চ ২০২৫ ১৩ : ১৩Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ছবিতে ক্যামিও ওরফে অতিথি চরিত্র সবসময়ই এক অনন্য মাত্রা যোগ করে, যা সেই ছবির গল্পকে করে তোলে আরও আকর্ষণীয় ও অর্থবহ। বাংলা চলচ্চিত্রে হেমলক সোসাইটি (২০১২), সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই দিকটিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। 

 

সিনেমায় অতিথি চরিত্র শুধু চমক দেওয়ার জন্যই নয়, কখনও কখনও গল্পের মোড় ঘোরানোর জন্যও আসে। বাংলা ছবির ইতিহাসে হেমলক সোসাইটি (২০১২) এই ক্যামিওর সংজ্ঞাই খানিক বদলে দিয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘হেমলক’-এ বরুণ চন্দ, সহাগ সেন, ব্রাত্য বসু, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, এবং সব্যসাচী চক্রবর্তীর মতো শিল্পীদের উপস্থিতি শুধু-ই চমক ছিল না, বরং প্রতিটি চরিত্র গল্পের আবেগ ও গভীরতায় আলাদা মাত্রা যোগ করেছিল।