শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: Syamasri Saha ০৮ মার্চ ২০২৫ ০৯ : ১৪Akash Debnath
আজ নারী দিবস। নারীর চাওয়া-পাওয়া, ক্ষমতায়নের উদযাপনের দিন। কিন্তু আদৌ কি উদযাপনের মতো কিছু রয়েছে নারীর কাছে? ৩৬৫ দিনই নারীরা যেভাবে নিজেদের নিংড়ে দেন, আজকের দিনটাও তো সেভাবেই বাঁচতে হবে তাঁদের! নারীরা যতই এগিয়ে আসুক, আসার চেষ্টা করুক, তাঁদের এতো রকম ভাবে ধাক্কা খেতে হয়, দৈনন্দিন জীবনে এতো রকম ভাবে হেনস্থার শিকার হতে হয় যে প্রত্যেক দিনই মনে করিয়ে দেওয়া উচিত- আজ নারী দিবস। আর যদি কোনও দিনকে আলাদা করে উদযাপন করতেই হয়, তবে সেই দিন তো আরও বেশি করে মনে করিয়ে দেওয়া দরকার, নারীরা তাচ্ছিল্যের পাত্রী নন।
কিন্তু তিক্ত সত্যিটা হল, যত স্পষ্ট করেই বলা হোক না কেন, নারীদের উপর হয়ে চলা অবদমনের পুনরাবৃত্তি যেন থামতেই চায় না। তাই এই একটা দিন, আরও বেশি করে চোখে আঙুল দিয়ে সেই অন্যায়গুলোকে দেখিয়ে দেওয়ার দিন। কেন প্রত্যেক বার নারী দিবসে মানুষকে সচেতন করতে হবে? কেন? ঠিক কতবার বোঝানোর পর মানুষ সচেতন হবেন? বোধোদয় কি কোনও দিনও হবে না?
নারীরা ঠিক কী চায়? নারীদের ভেতরেও একটা দ্বৈত সত্তা রয়েছে। একদিকে আত্মবিশ্বাসে পূর্ণ একটা রূপ, ঠিক তার বিপরীতেই যেন কিছুটা সংশয়। নিজের ভিতরের যে আত্মবিশ্বাস সেটা নিছক কোনও মানসিক অবস্থা নয়। সেটা আসে পারিপার্শ্বিক পরিবেশ থেকে। এক মুহূর্তে মনে হয় চারপাশের পরিবেশ সুস্থ হচ্ছে, কিন্তু পরক্ষণেই মনে হয় যেন আবার সব কিছু আমাদের পঞ্চাশ বছর পিছনে ঠেলে দিচ্ছে। যেন ক্রমাগত একটা পরীক্ষা দিয়ে চলেছি আমরা, একটা অনিঃশেষ ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি। মানুষের জীবন কি সত্যিই এভাবে চলতে পারে? সবার আগে দরকার সম্মান, যতদিন না প্রত্যেক নারী তাঁর প্রাপ্য সম্মান পাচ্ছেন ততদিন পরিস্থিতিতে বদল আসবে না।
মেয়েরা বোধহয় সত্যিই কোনও দিন নিজের জীবনকে হাতের মুঠোয় ধরতে পারে না। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। পুরুষদের তুলনায় কোনও অংশে কম কিছু তো করছে না নারীরা। বরং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তবু যেন ফিরে ফিরে আসে সেই একই অবমাননা। এমনকী সংসারের মধ্যেও যেন একটা শ্রমের বিভাজন তৈরি হয়েছে। যেন মেয়েদের থেকে সব কিছু অতিরিক্ত চাওয়াটাই দস্তুর। কেন? আদিকাল থেকে সেটাই চলে এসেছে তাই? নাকি নারী-পুরুষের শ্রমের মর্যাদা দু’রকম? নাকি আমাদের ভাবনার বিন্যাসেই গলদ? পুরুষ আর নারী তো একই সঙ্গে সভ্যতা তৈরি করেছে। তাহলে আজকে নারীদের কেন আলাদা করে বলতে হবে নিজেদের কথা?
ভালবেসে তো কত মানুষই কত কিছু করেন। কিন্তু যদি আগে থেকেই দাগিয়ে দেওয়া হয় যে এটা মেয়েদেরই কাজ, কিংবা এটা ওঁদের কাজ নয়, তাহলে লিঙ্গবৈষম্য কোনও দিনই দূর হবে না। এই বৈষম্য দেখতে দেখতে দিন পেরিয়ে বছর আসে, আবার একটা একটা করে বছর পেরিয়ে যায়, শতাব্দী পেরিয়ে যায় তবু নারী-পুরুষের বৈষম্য রয়েই যায়।
আমার সীমিত সামর্থ্যে, ছবির মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি। নারীর বিভিন্ন রূপ এক্সপ্লোর করতে ভাল লাগে বলেই 'দহন', 'পারমিতার একদিন', 'মুক্তধারা', 'চারুলতা', 'দত্তা' কিংবা 'বেলাশেষে'র মতো ছবিতে চরিত্র নির্মাণের দিক থেকে বার্তা দেওয়ার চেষ্টা করি নারীরা কী চান, কী কী বৈষম্যের মুখোমুখি হতে হয় তাঁদের। কিছুদিন পরেই আসছে 'পুরাতন'। সেখানেও মা-মেয়ের সম্পর্কের মধ্যে এই বার্তা রয়েছে। পুরুষদের অসম্মান না করেই বলছি, তাঁদের হাতে এমন কিছু অদৃশ্য ক্ষমতা রয়েছে যেগুলো নারীরাও পেতে পারতেন, পান না কেবল পুরুষতান্ত্রিক সমাজকাঠামোর জন্য। অথচ কেউ তার প্রতিবাদ করতে গেলে, কিংবা কেউ নারীদের সেই না পাওয়ার ক্ষততে মলম লাগাতে গেলেই তাঁকে ফেমিনিস্ট বা অন্য কিছু বলে দাগিয়ে দেওয়া হয়। আবারও বলছি, সবাই এক নন। সমাজে এমন পুরুষও আছেন যাঁরা নারীর দৈনন্দিন সংগ্রামকে সম্মান করেন। কিন্তু দুঃখজনক ভাবে আজও সেই সংখ্যাটা খুবই কম।
সবশেষে বলতে হয়, সারা বছরে যে কথাগুলো মুখ ফুটে বলা হয় না, এই একটা দিন অনেকে চেষ্টা করেন সেই বার্তাগুলি সর্বসমক্ষে জোর গলায় তুলে ধরার। কিন্তু সবাই কি সেই ভাষা বুঝতে পারেন? আবার তো সেই পুনরাবৃত্তি। নারী দিবসে কেন নারীদের সোচ্চার হতে হবে? ভালবাসা, উৎসাহের পাশাপাশি, সব ক্ষেত্রে নারীকে যথাযথ সম্মান দেওয়া অভ্যাস করতে হবে আমাদের। বাড়িতে মা, বোন কিংবা স্ত্রী হিসাবে যতটা, ঠিক ততটাই কর্মক্ষেত্রে সহকর্মী হিসাবে। নারী মানেই একটা পজিটিভ শক্তির উৎস। তাই সব মেয়েকেও এটা মাথায় রাখতে হবে তাঁরা যেন কোনও মতেই দুর্বল না হয়ে পড়েন, তাঁদের যেন কেউ দমিয়ে রাখতে না পারে। তাতেই নারী দিবসের সার্থকতা।
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?