শুক্রবার ২১ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মাধ্যমিক পরীক্ষা, কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ

AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই মুম্বইয়ের প্রখ্যাত সংগীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার শ্রীচৈতন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। খোদ বিডিও সুবীরকুমার দণ্ডপাঠ দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে মাইক খুলে দিয়েছেন। বন্ধ হয়ে গিয়েছে কলেজের ওই অনুষ্ঠান। প্রশাসনের রাজধর্ম পালনের ঘটনায় খুশি হাবড়ার বাসিন্দারা। 

সোমবার থেকে রাজ্যের সর্বত্র মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে থেকে মাইক বাজানো নিষেধ। বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে প্রচারও করা হয়েছে। তারই মধ্যে শনিবার হাবড়া শ্রীচৈতন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে সন্ধে ছ'টার সময় মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার সংগীত পরিবেশনের কথা ছিল। সেইমতো কলেজ ক্যাম্পাসে বিরাট মঞ্চ তৈরি করা হয়। এদিন সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়েছিল। গানের জলসার জন্য চারদিকে পেল্লাই লাউড স্পিকার বসানো হয়েছিল। গোটা কলেজ আলোর মালায় সাজানো হয়েছিল। অতিথিবরণের ফুল, উত্তরীয় ও মানপত্র সব কিছুরই ব্যবস্থা ছিল। 

বিকেল ৪টে নাগাদ হাবড়া এক নম্বর ব্লকের বিডিও সুবীরকুমার দণ্ডপাঠ পুলিশ নিয়ে আচমকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তিনি অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। কলেজ কর্তৃপক্ষের কয়েকজন প্রতিনিধি বিডিওকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, মাধ্যমিক পরীক্ষার মধ্যে কোনওভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা যাবে না। তিনি মাইক খুলে ফেলার নির্দেশ দেন। তড়িঘড়ি মাইক খোলা শুরু হয়ে যায়। কলেজের পক্ষ থেকে তখনই জানিয়ে দেওয়া হয়, সন্ধ্যায় কুণাল গাঞ্জাওয়ালার গানের জলসা স্থগিত রাখা হচ্ছে।

বিডিও বলেন, 'সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৭২ ঘণ্টা আগে থেকে সর্বত্র মাইক বাজানো নিষেধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষার মধ্যে মাইক বাজিয়ে কোন অনুষ্ঠান করা চলবে না।' কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠান অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশ মেনে আপাতত আমরা অনুষ্ঠান বন্ধ রাখছি। পরে কবে এই অনুষ্ঠান হবে তা জানিয়ে দেওয়া হবে।'


KunalGanjawalaMadhyamikExamination2025MadhyamikExamHabra

নানান খবর

নানান খবর

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের

সোশ্যাল মিডিয়া