শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩০ জানুয়ারী ২০২৫ ১৪ : ২৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘এই রাত তোমার আমার’ ছবিতে বিয়ের ৫০ বছর পেরিয়ে আসে ‘অমর’ (অঞ্জন) এবং ‘জয়া’ (অপর্ণা)-র এক রাতের ভালবাসাবাসি ক্যামেরাবন্দি করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যেকোনও দম্পতির। সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প 'এই রাত তোমার আমার'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। অনুষ্ঠানে আজকাল ডট ইন-এর মুখোমুখি হলেন অঞ্জন দত্ত।
অঞ্জনের উদ্দেশ্যে প্রথমেই প্রশ্ন ছিল, এখনও তো তিনি তারুণ্য অটুট। এই ছবিতে বৃদ্ধ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হিসেবে, কিন্তু বার্ধক্য কি তাঁকে সত্যি-ই ছুঁচ্ছে? অভিনেতার নিজস্ব ছন্দে জবাব, “দেখুন, এটা স্রেফ অভিনয়ের ব্যাপার। অভিনেতা হিসাবে নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলায় বিশ্বাসী। আর দেখুন, এটাও তো ঠিক বর্তমানে আমার যা বয়স তাতে তো আমাকে আর অল্পবয়সী চরিত্রে মানাবে না। তবে হ্যাঁ... বয়সের নিরিখে হয়ত আমি বৃদ্ধ, কিন্তু মানসিক দিক থেকে নয়। বৃদ্ধ বলতে যেটা সাধারণত বোঝায় ফুরিয়ে যাওয়া, অথর্ব হয়ে যাওয়া- এগুলো আমি নই। একেবারেই নই। আমি এখনও অল্পবয়সী ছেলেমেয়েদের সঙ্গে মিশি, আড্ডা মারি। চেষ্টা করি অথর্ব না হয়ে পড়তে। এবার সেটাকে আপনারা কী তকমা দেবেন, আপনাদের ব্যাপার...” বলতে বলতে হেসে ফেললেন ৭০ ছোঁয়া এই তরুণ অভিনেতা-পরিচালক। কিন্তু বয়স বাড়লে চেহারাতেও যে তার ছাপ পড়বে, এটাও তো চিরকালীন সত্য? জবাব আসে, “অ্যাবসোলিউটলি! তবে আমার মনে হয় শিল্পীদের মনের বয়সটা কমিয়ে রাখতে হয়। আমিও তা-ই চেষ্টা করি। কিন্তু চেহারার বয়সটাকে অল্পবয়সী করে রাখায় আমি বিশ্বাসী নয়।”
দাম্পত্যে নিয়েও উঠল প্রসঙ্গ। প্রশ্ন ছিল, পরিচালক হিসাবে অঞ্জন দত্ত বারবার দেখিয়েছেন তাঁর ছবিতে দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব ফিরে আসে। ব্যক্তিজীবনে অঞ্জন তাতে কি আদৌ বিশ্বাসী? জবাব আসে, “ভীষণভাবে বিশ্বাসী। দাম্পত্যে বন্ধুত্বটাই তো আসল। বন্ধুত্ব ভেঙে গেলে দাম্পত্য-ও থাকে না। ধরুন, আমার স্ত্রী-র সঙ্গে যদি আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে আমরা আর একসঙ্গে থাকতে পারব না। সেটা যে বয়সেই হোক। সোজা কথা!”
কথার ফাঁকে উঠে এল ছবির ঘরানার বিষয়েও। প্রশ্ন ছিল, অনেকেই বলেন বাংলায় ছোটদের জন্য ছবি হচ্ছে না। কিন্তু প্রায় কারও মুখেই শোনা যায় না, বৃদ্ধদের কথা ভেবে ছবি তৈরির কথা। বৃদ্ধ বয়সের ভালবাসার উদযাপনের ছবিও ইদানীং প্রায় নেই বললেই চলে। এটা নিয়ে কি বাঙালির কোনও ছুঁৎমার্গ? অঞ্জন মর্জিতে জবাব ভেসে এল, “আমার মনে হয়, চিন্তাভাবনার অভাব। অনেক বিষয় নিয়েই তো ছবি হয় না। সারাক্ষণ তো দেখি থ্রিলার হচ্ছে কিংবা ভূতের গল্প।”
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?