শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জানুয়ারী ২০২৫ ১১ : ২৭Snigdha Dey
পর্দায় এবার তিহার জেলের অন্দরের কাহিনি। মন ছুঁতে পারল কি ‘ব্ল্যাক ওয়ারেন্ট’? সিরিজ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত
পুলিশের গল্প নেহাত কম দেখেনি বলিউড। জেলের গল্পও কম নেই তালিকায়। নেটফ্লিক্সের নতুন সিরিজে যদি সেই ‘লার্জার দ্যান লাইফ’ উপাখ্যান কিংবা সিনেম্যাটিক রোমাঞ্চ খোঁজেন, ভুল করবেন। কারণ, বিক্রমাদিত্য মোতওয়ানের সদ্য মুক্তি পাওয়া সিরিজ ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ তার ধারপাশ দিয়েও হাঁটেনি। বরং তুলে এনেছে রাজধানী দিল্লির হাই প্রোফাইল তিহার জেলের অন্দর কি বাত। তার চার দেওয়ালের অন্দরে এ দেশের ঘৃণ্যতম অপরাধে অভিযুক্ত দোষী থেকে হাই প্রোফাইল অপরাধী, কিচ্ছু না করেও স্রেফ মিথ্যের জালে জড়িয়ে বা পুলিশ-প্রশাসনের চাপে দোষ কবুল করে ফেঁসে যাওয়াদের দল থেকে এক্কেবারে মামুলি অপরাধের ছাপোষা বন্দিদের গা ঘেঁষাঘেষি ‘ক্যাটল ক্লাস’ সহাবস্থান। তার চৌহদ্দিতে দুর্নীতি আর রাজনীতির অঙ্ক গুলিয়ে দেয় চোর আর পুলিশের মধ্যেকার ফারাক, ক্ষমতা কিংবা টাকার লোভই ঠিক করে কার হাতে থাকবে জেলের রাশ। কারচুপি আর গালিগালাজের মতোই অবিশ্রান্ত চলতে থাকে মারধর, খুনোখুনির গ্যাং ওয়ার। ফাঁসির আদেশের কালো রঙের মোনোক্রোমে লেখা নয় সেই জেলের দিনলিপি। বরং তার সবটুকু জুড়ে থাকে ধূসরের হরেক রকম শেড।
এহেন তিহার জেলেই সত্তরের দশকে পা রাখে আপাদমস্তক সাদা মনের, নরমসরম, ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছেলে সুনীল গুপ্তা (জাহান কাপুর)। সরকারি চাকরির খোঁজে জেলারের চাকরি নিয়ে আসা এএসপি সুনীলের সঙ্গে একই পদে যোগ দেয় দুই সহকর্মী— কাজ থেকে মেজাজে খাস হরিয়ানভি বিপিন দাহিয়া (অনুরাগ ঠাকুর) এবং পুরোদস্তুর পাঞ্জাব দা পুত্তর শিবরাজ সিং মঙ্গত (পরমবীর চিমা)। তাদের উপরতলায় ডিএসপি রাজেশ তোমর (রাহুল ভাট), এসপি জে পি সিং (জয় সেনগুপ্ত) এবং এসপি মুখোপাধ্যায় (টোটা রায়চৌধুরী)। জেলের অন্দরে যখন-তখন সাপের মতো ফনা তোলা হিংস্রতায়, ত্যাগী-হাড্ডি-সর্দার গ্যাংয়ের শত্রুতার ত্রিকোণমিতিতে, চোখের সামনে ফাঁসিতে লটকে তরতাজা মানুষের প্রাণ যেতে দেখার মানসিক চাপে, অসহায় কিছু বেকসুর বন্দির দুর্দশা সইতে না পেরে দমবন্ধ হয়ে আসতে থাকে সাধাসিধে, নরমসরম সুনীলের। তাতে জুড়ে যায় জেলের চাকরি ঘিরে নিজের পরিবার তথা সমাজের তাচ্ছিল্য, বড়কর্তাদের দুর্নীতি চোখের সামনে দেখেও চাকরি বাঁচাতে চুপ করে থাকার যন্ত্রণা, বন্ধুদের বিশ্বাসঘাতকতা কিংবা সর্বদা তার পাশে থাকা প্রবীণ সহকর্মী সাইনি সাহাবের(রাজেন্দ্র গুপ্ত) পরিণতি। ভিতরে ভিতরে পাল্টে যেতে থাকে সুনীলও। এককালের কুঁকড়ে থাকা, কখনও অশ্রাব্য গালিগালাজ মুখে না আনা ছেলে বুক চিতিয়ে হাঁটতে শেখে, মুখ খুলতে শেখে। বদলায় না শুধু তার মনটা আর সমাজের ভাল করার খিদে। আর তাই একার লড়াইয়ে অসহায় বন্দিদের আইনি সহায়তা দেওয়ার লিগাল সেল চালু করার অনুমতিও ছিনিয়ে আনে সে।
কিন্তু তিহার জেলের চেহারাটা আপাদমস্তক বদলে দিতে পারবে কি সুনীল? তোমরের শেখানো বুলি ‘এখানে প্রত্যেকেই সাপ’ কিংবা কাউকে বিশ্বাস না করার উপদেশ পেরিয়ে কি সে পাশে পাবে কাউকে? সেই কাহিনিই তুলে এনেছেন বিক্রমাদিত্য। সৌজন্যে বাস্তবের সেই তিহার জেলার সুনীল কুমার গুপ্ত এবং সাংবাদিক সুনেত্রা চৌধুরীর বই ‘ব্ল্যাক ওয়ারেন্ট: কনফেশনস অফ আ তিহার জেলার’। সাত পর্বের সিরিজে রয়েছে জেলের ভিতর অবাধে মাদক কারবার থেকে গ্যাংওয়ারের গল্প, ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ (সিদ্ধান্ত গুপ্ত)-এর জেলে বসেও মদ্যপান, নারীসঙ্গ ও অযাচিত সুযোগসুবিধা পাওয়ার কাহিনি, দিল্লিতে দুই ভাইবোনের ধর্ষণ-খুনের হাড়হিম করা ঘটনায় দুই অপরাধী রঙ্গা-বিল্লার ফাঁসি, ইংল্যান্ডে এক ডিপ্লোম্যাট-এর হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী মকবুল ভাটের ফাঁসি, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের জেরে শিখ সম্প্রদায়ের উপর চলা অত্যাচার, জেএনইউ-এর ছাত্র আন্দোলনের মতো সত্তর ও আশির দশকের কিছু আলোড়ন ফেলা কেস, আদালতের রায় ও বন্দিদের গল্প।
সিরিজ চলে ডায়েরির মতো পুঙ্খানুপুঙ্খ ডিটেলে, অকারণ নাটকীয়তা-বর্জিত বাস্তবতায়। তবু ধৈর্য কিংবা খেই কোনওটাই হারায় না তেমন। কারণ, তার কুশীলবদের দুরন্ত অভিনয়। ছোট্ট অথচ দাগ কাটা তিন চরিত্রে দারুণ লাগে জয়, টোটা এবং প্রবীণ অভিনেতা রাজেন্দ্রকেও। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন আরেক জন। হরিয়ানভি পৌরুষ থেকে সম্পর্কের টানাপড়েন, দুর্নীতির খাতায় নাম লেখানো থেকে বন্ধুর জন্য জান লড়িয়ে দেওয়া— সবটাতেই কী অবলীলায়, অনায়াসে যেন খাপে খাপ বসে যান অনুরাগ।
তবু এ সিরিজে একটা বিষয় বেখাপ্পা ঠেকে। প্রথম দৃশ্য থেকে শেষ মুহূর্ত, সবটুকুতেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এ সিরিজের নায়ক সুনীল। এ কথাটা একটু রইয়ে সইয়ে বললে, সুনীলকে আরেকটু রক্তমাংসে গড়া মনে হত।
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?