মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বাবার মৃত্যু, পায়ে চোট! সব ছেড়ে লড়াই করে অন্ধকার আকাশে আগুন হয়ে উঠলেন রবি

Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: রবি হাঁসদা। বাংলার ফুটবলের নয়া নক্ষত্র। গত কয়েকদিনে সর্বত্র এই নামটাই জ্বলজ্বল করছে। অথচ একটা সময় ফুটবল ছেড়ে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মশারু গ্রামের আদিবাসী পরিবারের ছেলে রবি। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। অনটনের মধ্যে দিয়েই তাঁর ফুটবলার হয়ে ওঠা। বাবা টোটো চালক ছিলেন। মা চাষবাসের সঙ্গে যুক্ত। জনাইয়ের ফুটবল কর্তা অসিত রায়ের হাত ধরে কলকাতা লিগে কাশিপুর স্বরস্বতী ক্লাবে সই করেন রবি। সেখান থেকে রেনবো। তারপর কাস্টমসে সই করেন। কলকাতা লিগের এই ক্লাবের হয়ে খেলেই জাতীয় গেমসে বাংলা দলে সুযোগ পান। বাংলাকে জাতীয় গেমসে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা নেন রবি। তারপর সন্তোষ ট্রফির দলে ডাক পান। কিন্তু এখানেই ঘটে বিপত্তি। সন্তোষের বাছাই পর্বে খেলাকালীন ২০২৩ সালের শুরুতে হাঁটুতে গুরুতর চোট পান। পুরো বছরটা কাটে মাঠের বাইরে। কোনও ক্লাব ছিল না। পাশে পাননি কাউকে। 

রবির রুটিরোজগার ছিল খেপ খেলা। তাতেই চলত সংসার। চোট পাওয়ার ফলে সেটাও বন্ধ হয়ে যায়। একটা সময় হতাশায় ডুবে যান। সেই সময় কাস্টমস ক্লাবের কর্তাদের পাশে পান। ঘুরে দাঁড়ানোর রসদ মেলে। কিন্তু পথ একেবারেই মসৃণ ছিল না সন্তোষের নায়কের। ফিরে আসার লড়াইয়ে বড় ধাক্কা খান। সন্তোষ ট্রফির বাছাই পর্ব শুরু হওয়ার কয়েকদিন আগেই বাবার আচমকা মৃত্যু। রবির মাথায় আকাশ ভেঙে পড়ে। মা, স্ত্রী, মেয়েকে নিয়ে অভাবের সংসার ২৫ বছরের আদিবাসী ফুটবলারের। পরিবারের পুরো দায়িত্ব তাঁর ওপর পড়ে। কাস্টমস ক্লাবের কর্তাদের চেষ্টায় মাঠে ফেরেন। কলকাতা লিগে ৯ গোল করার পর সন্তোষ ট্রফিও রবির আলোয় আলোকিত হয়। 

তিনটে লক্ষ্য নিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে খেলতে হায়দরাবাদ যান সুনীল ছেত্রীর ভক্ত। জানতেন চ্যাম্পিয়ন হলে একটা চাকরি কপালে জুটতে পারে। যাতে অভাব, অনটনের সংসারে একটু খেয়ে পরে বাঁচতে পারেন। ছিল ব্যক্তিগত লক্ষ্যও। সন্তোষে নিজেকে প্রমাণ করে আইএসএলের দলে খেলার স্বপ্ন ছিল রবির। এই লক্ষ্যে পৌঁছতে পারলেই, তাঁর আরও এক স্বপ্নের দরজা খুলে যেতে পারে। সব ফুটবলারই চান, দেশের জার্সিতে খেলতে। রবিও সেই স্বপ্ন দেখেন। আপাতত প্রথম দুই লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে বলা যেতে পারে। বৃহস্পতিবার বাংলার ফুটবলারদের চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্বিতীয়ত, ইস্টবেঙ্গল এবং মহমেডানের মধ্যে একটি ক্লাবে সই করতে চলেছেন রবি। দিন দুয়েকের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, খুঁজলে হয়তো ভারতীয় ফুটবলে একাধিক রবি হাঁসদা পাওয়া যাবে। প্রতিভা থাকা সত্ত্বেও, মঞ্চের অভাবে যা বিকশিত হয় না। স্থানীয় ছেলেদের অবহেলা করে ভিন রাজ্যের ফুটবলারদের পেছনে ছোটা অভ্যাসে পরিণত হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে হাতেগোনা বাঙালি ফুটবলার রয়েছে। বঞ্চনার যোগ্য জবাব রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, মনোতোষ মাঝি, চাকু মান্ডিদের সাফল্য। এবার কি ক্লাবকর্তাদের হুঁশ ফিরবে? 


Rabi HansdaBengal TeamSantosh Trophy

নানান খবর

নানান খবর

ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?

টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?

দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ!‌ কেন?‌ বাদ পড়লেন সামিও

ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত

লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

সোশ্যাল মিডিয়া