রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ১৬ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নৈহাটি বিধানসভায় বড়সড় ধাক্কা খেল বাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী যত ভোট পেয়েছিলেন সেই তুলনায় পঞ্চাশ শতাংশের থেকেও কম ভোট পেল বাম সমর্থিত লিবারেশন। শোচনীয় পরাজয় হল লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারের। ফলাফলের নিরীখে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী ইন্দ্রানী কুণ্ডু মুখার্জি পেয়েছিলেন ১৫,৮২৫ ভোট। ২০২৪য়ে উপনির্বাচনে বাম সমর্থিত লিবারেশন প্রার্থী পেয়েছেন ৭৫৭৪ ভোট। ২১-এর তুলনায় ২৪-এর উপনির্বাচনে বাম শিবিরে ৮,২৫১টি কম ভোট ঢুকেছে।
অথচ এই বিধানসভা একসময় পরিচিত ছিল বামেদের শক্ত ঘাঁটি হিসেবে। রাজ্যে ১৯৭৭ সালে যখন বামেরা ক্ষমতায় এসেছিল তার অনেক আগেই নৈহাটিতে শক্তপোক্ত ছিল বাম ব্যাটন। সিপিএম নেতা এবং বাম সরকারের মন্ত্রী রঞ্জিত কুন্ডু এই নৈহাটি বিধানসভা থেকেই পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বলতে গেলে যে উত্তর ২৪ পরগণা জেলা একদা ছিল বামেদের দুর্ভেদ্য দুর্গ সেখানে নৈহাটি বাম রাজনীতির মানচিত্রে ছিল একটি উজ্জ্বল বিন্দু।
আগেরবার থেকে এবার ভোটের ফলাফলে এই বিশাল তফাতের কারণ কী? এই অঞ্চলের যারা 'কমিটেড' বাম ভোটার তাঁরা কি লিবারেশনের সঙ্গে বামেদের এই জোট মেনে নিতে পারেননি? উত্তরে লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার বলেন, 'প্রচারের জন্য সময় ছিল ১৯ দিন। তার মধ্যে উৎসবও ছিল। ফলে সেই হিসেবে দেখতে গেলে মাত্র ৮ দিন সময় পেয়েছিলাম। সেজন্য সবার কাছে পৌঁছন সম্ভব হয়নি। আরও একটি বড় বিষয় হল 'প্রতীক'। যার সঙ্গে আমরা সকলের সঙ্গে বিশেষ করে সমস্ত বাম ভোটারকে পরিচিত করতে পারিনি। ফলে ইভিএম-এ অনেকেই প্রতীক বুঝতে না পারার জন্য কম ভোট পড়েছে।' আর কমিটেড ভোটার? তাঁরাও কি লিবারেশন প্রার্থীকে কম ভোট দিয়েছেন? দেবজ্যোতি জানা, 'কমিটমেন্ট শব্দটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে এসেছে।'
সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক ও দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার নিজেও মনে করেন নৈহাটিতে তাঁদের প্রার্থীর প্রতীক-এর সঙ্গে সকলকে শেষপর্যন্ত পরিচিত করা যায়নি। তাঁর কথায়, 'প্রার্থীর প্রতীককে যথেষ্ট পরিচিত করা যায়নি। প্রত্যন্ত অঞ্চলে যদি ঘরে ঘরে প্রতীককে পরিচিত না করা যায় তবে একটা সমস্যা তৈরি হয়। এরকম কিছু সমস্যা হচ্ছিল বলে শেষদিকে ওখানকার নেতা-কর্মীরা বলছিলেন। সেইসঙ্গে আরও একটা কথা মনে রাখতে হবে কমিটেড ভোটার বলতে আমরা যেটা বুঝি সেটা কোনও রাজনৈতিক দলেরই বিরাট সংখ্যায় হয় না।'
প্রতীকই যদি সমস্যা হয় তবে সিপিএম কি নিজ প্রার্থী দিলে ভালো করত? কল্লোল বলেন, 'দেখুন প্রতীক একটি বড় বিষয়। অনেকের কাছে হয়ত পৌঁছন গেছে কিন্তু প্রতীক নিয়ে তাঁকে পরিচিত করতে পৌঁছন যায়নি। এরকম কিছু হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও এটা একটা কারণ হলেও সমস্ত কারণ নয়।' এর পাশাপাশি তাঁর দাবি, উপনির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহটাও কিছুটা কম থাকে।
যদিও তৃণমূল লিবারেশন ও সিপিএম, দুই তরফের দাবিই নস্যাৎ করেছে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বাজে যুক্তি। আসলে সিপিএম নিজেও জানত তারা হারবে। সেজন্যই লিবারেশনকে দাঁড় করিয়েছিল।
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা