শনিবার ০৯ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | আদালত জামিন দেয়নি, রিলিজ পেপার দেখিয়ে জেল থেকে রহস্যজনকভাবে মুক্ত বাংলাদেশি আসামি, তারপর নিখোঁজ

Riya Patra | ৩০ অক্টোবর ২০২৪ ২১ : ০৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আদালত জামিন দেয়নি। অথচ 'বেল অর্ডার' (bail order) দেখিয়ে বাংলাদেশি আসামি জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। সংশোধনাগার থেকে বেরোনোর পর বাংলাদেশি ওই বন্দির আর খোঁজ নেই। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। তাঁরা সাংবাদিক বৈঠক করে বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করেছেন। কলকাতা হাইকোর্টকেও তাঁরা বিষয়টি জানাবেন বলেছেন।

 

 

বনগাঁ মহকুমা আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২১ অক্টোবর বাগদা থানার পুলিশ খলিল খালাসি নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও অভিজিৎ মণ্ডল নামে এক দালালকে গ্রেফতার করেছিল। খলিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। ধৃতদের ওই দিনই বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। আগামী ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি ছিল। কিন্তু মঙ্গলবার বাংলাদেশি অনুপ্রবেশকারী খলিল খালাসির আইনজীবী লক্ষ্য করেন, তাঁর মক্কেলের জামিনের অর্ডার হয়নি। বেল বন্ড জমা পড়েনি। কিন্তু বিচারকের স্বাক্ষর করার রিলিজ অর্ডার দেখিয়ে মক্কেল জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। ওই আইনজীবী তখন মক্কেলের বাংলাদেশের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের লোকেরা জানান, তাঁরা বিষয়টি কিছুই জানেন না। মক্কেলের পরিবার তখন উদ্বিগ্ন হয়ে পড়েন। তাহলে বাংলাদেশি ওই বন্দি কী ভাবে সংশোধনাগার থেকে মুক্তি পেলেন? কীভাবে জমা পড়ল রিলিজ অর্ডার? বনগাঁ আদালত চত্বরে ঘুরতে থাকে প্রশ্ন। 

 

বনগাঁ ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস ও উকিল মনোজ সাহা বিষয়টি নিয়ে আদালতের এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সমীরবাবু বলেন, 'আদালত বাংলাদেশি ওই বন্দিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই সময় সীমা শেষ হওয়ার আগেই সংশোধনাগার থেকে ওই বন্দির রিলিজ অর্ডার দেখিয়ে কেউ তাঁকে বের করে নিয়ে গেলেন, তা বড় রহস্যময় ঘটনা। অতীতে আরও এক বাংলাদেশি বন্দিকে এভাবে জেল থেকে বের করে খুন করা হয়েছিল। আমরা উদ্বিগ্ন। বেল বন্ড ছাড়া কীভাবে একজন বাংলাদেশি বন্দির বেল অর্ডার সময়ের আগেই সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে জমা পড়ে গেল? ঘটনার তদন্তের দাবি জানিয়ে আমরা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ জানাব।'

 

আইনজীবী মনোজ সাহা বলেন, 'আমার মক্কেল আমার অজ্ঞাতে সময়ের আগেই জেল থেকে ছাড়া পেয়ে গেলেন। ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর। আমি মক্কেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ঘটনার তদন্ত হওয়া দরকার। 

 

বনগাঁ মহকুমা আদালতের জিআরও দেবাশিস হালদার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


#Bangladeshi# Bangladeshi Accused# Bangladesh# India# #Bail Order#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না, পিক আপ ভ্যানের ধাক্কায় মালদায় মৃত তিন, আহত আরও তিন...

দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ, রহস্যমৃত্যুর তদন্ত শুরু পুলিশের ...

সঙ্গীর সঙ্গে লজে গিয়ে রহস্যমৃত্যু মহিলার,‌ ক্যানিংয়ে তীব্র চাঞ্চল্য ...

বেপরোয়া গতির বলি দুই যুবক, পিষে দিয়ে গেল ট্রাক

নলপুরের কাছে শালিমার–সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত, গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা ...

তুলছিলেন চা-পাতা, হঠাৎ পেছনে থেকে আক্রমণ চিতার, ভয়ংকার ঘটনা মালবাজারে...

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সূচনা হল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান...

কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা...

শুরু ভোটগ্রহণ, কড়া নিরাপত্তায় নেওয়া হল বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের ভোট...

পড়তে না-বসায় ছেলেকে শিকলে বেঁধে মার, থানায় গেলেন মা, শ্রীঘরে গেলেন বাবা...

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু, পাশে সুইসাইড নোট, ঘনাচ্ছে রহস্য...

ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়...

জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের...

ফারাক্কায় নাবালিকা খুনের মামলা, নজিরবিহীন সিদ্ধান্ত নিল জঙ্গিপুর আদালত...

দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24