
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে নেই চেতেশ্বর পূজারা। যা কোনওভাবেই মানতে পারছেন না প্যাট কামিন্স। কোনও রাখঢাক না করেই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক জানিয়ে দিলেন, এটা অত্যন্ত লজ্জার। ওয়ান ডাউনে নির্ভরযোগ্য ব্যাটার পূজারা। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর না থাকা ভারতের জন্য বড় ক্ষতি বলে মনে করেন অজি নেতা। পূজারার উইকেট কামড়ে পড়ে থাকা, লড়াই করার মানসিকতা বরাবরই অস্ট্রেলিয়ার জন্য বড় কাটা। কামিন্স মনে করছেন, তাঁর সমতুল্য পরিবর্ত খুঁজে বের করবে ভারতীয় দল। যে একই ধরনে খেলবে। কামিন্সের দাবি, পূজারাকে বল করাই টেস্ট বোলারদের আসল পরীক্ষা। কারণ তাঁর রক্ষণ ভাঙা খুব কঠিন। ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পেছনে বড় অবদান ছিল পূজারার। কামিন্স বলেন, 'পূজারার বিরুদ্ধে বল করা সবসময় দারুণ অভিজ্ঞতা। ওকে আউট করা খুবই কঠিন। একটানা ব্যাট করে যেত। ওর সঙ্গে দ্বৈরথ আমি উপভোগ করতাম। কখনও ও জিতেছে, কখনও আমি। ওকে ছাড়া ভারতের বিরুদ্ধে খেলতে কেমন লাগবে। পূজারা দারুণ প্লেয়ার। বহু বছর ধরে আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছি। সেটাই আদর্শ টেস্ট ক্রিকেট। ও রান করত, তবে আমার সবসময় মনে হত, যেকোনও সময় আউট হওয়ার একটা সম্ভাবনা আছে। ওর দলে না থাকাটা লজ্জার। তবে আমি নিশ্চিত, দলে এমন একজনকে রাখা হবে, যার খেলার স্টাইল এক।'
অ্যাশেজের সঙ্গে ভারতের বিরুদ্ধে সিরিজের তুলনা টানলেন কামিন্স। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রবল চিরপ্রতিদ্বদ্বিতা দেখা যায়, ভারতের বিরুদ্ধেও কোনও অংশে কম নয় বলেই মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স বলেন, 'আমাদের ঘরের মাঠে ভারত শেষ কয়েকটা সিরিজ জেতার পর প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গিয়েছে। গত এক দশকে ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের সাফল্য বেশি। ভারতের বিরুদ্ধে খেলার সময় ভারতীয় ফ্যানরা খেলা দেখে। তাই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথের থেকে এটা একটু আলাদা। বর্তমানে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হওয়ায়, অ্যাশেজের সঙ্গে মিল রয়েছে।' আগে ঘরে বাঘ ছিল ভারতীয় দল। কিন্তু বর্তমানে বিদেশের মাটিতেও টেস্ট সিরিজ জেতার অভ্যাস রপ্ত করে ফেলেছেন রোহিতরা। ভারতের এই অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেন কামিন্স।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের