শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Durga Puja: ট্রাফিক কনস্টেবলের দায়িত্ব সামলে ঠাকুর বানান বাঁশদ্রোণীর সুকুমারবাবু
KR | ০৬ অক্টোবর ২০২৩ ১৬ : ৫১Rishi Sahu
কৌশিক রায়: দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা সুকুমার মণ্ডল।
পেশায় তিনি ট্র্যাফিক কনস্টেবল। পুলিশের চাকরি সামলে তাঁর জীবনে একটাই শখ, ঠাকুর বানানো। পুলিশের চাকরির চাপ সামলে রাতের পর রাত তিনি কাটিয়ে দেন তাঁর স্টুডিওতে। বাঁশদ্রোণী এলাকার বেশ খানিকটা ভেতরে তাঁর বাড়ি। সেখান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে তাঁকে ডিউটি করতে আসতে হয় টালিগঞ্জে। গভীর রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে সোজা স্টুডিওতে গিয়ে তিনি হাতে তুলে নেন তুলি। সামনেই দুর্গাপুজো। বর্তমানে কাজের চাপ প্রবল। দশটা ঠাকুরের অর্ডার এসেছে এবার। ছাড়তে হবে তৃতীয়ার মধ্যে। সে কারণে অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে দিনের বেশির ভাগ সময়টাই স্টুডিওতে কাটছে সুকুমারবাবুর। সঙ্গে কাজ করছেন তাঁর স্ত্রী এবং তাঁর ১০ বছরের পুত্র সুপ্রতীক।
পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই মাটির কাজের প্রতি আগ্রহ জাগে সুকুমারবাবুর। স্কুল থেকে ফিরে মাটি দিয়ে বানিয়ে ফেলতেন বিভিন্ন জিনিসপত্র। ধীরে ধীরে পাকা হয়ে ওঠে হাত। শখ জাগে ঠাকুর বানানোর। তিনি বলেন, 'পাড়ায় কালীপুজোর ঠাকুর বানিয়ে প্রথম নাম হয় আমার। তারপর এলাকার পঞ্চদুর্গা থেকে ঠাকুর বানানোর বরাত আসে আমার কাছে। তারপর নাম এতটাই ছড়িয়ে যায় এখন অনেক মানুষকে ফিরিয়ে দিতে হয় আমাকে। চাকরির চাপ সামলে সীমিত অর্ডারই নিতে পারি।' শহর কলকাতার ব্যস্ত রাস্তা। নিত্যদিন কোনো না কোনো ঘটনা ঘটেই থাকে। যে কারণে কাজের সময়েরও কোনো ঠিকানা থাকে না। কীভাবে সব সামলে ঠাকুর বানান? সুকুমারবাবু জানান, 'অফিস থেকেও সহযোগিতা পাই অনেকটা। রাতে বাড়ি ফিরে লেগে পড়ি কাজে। শেষ করতে করতে ভোর হয়ে যায় মাঝেমধ্যেই। এখন ঠাকুরের অর্ডার রয়েছে বলে ছুটি নিয়েছি। পুজোর সময় ডিউটি করে দেব।'
তবে পুজোর আগে কাজের চাপ সামলাতে হাতে হাত লাগিয়েছে সুকুমার বাবুর পরিবার। হাঁস, সিংহ, ময়ূরদের রং করার দায়িত্ব পড়েছে ছোট্ট সুপ্রতীকের ওপর। সুকুমারবাবু বলেন, 'পড়াশোনা শেষ করার পর ভেবেছিলাম এটাকেই পেশা করে নেব। কিন্তু পারিবারিক অবস্থার কথা ভেবে চাকরির চেষ্টা করি। অবশেষে ২০০৯ সালে কলকাতা পুলিশে চাকরি পাই।' দুর্গাপুজো এখন আসেনি। তার আগেই লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রীর প্রতিমায় মাটির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে আপাতত দুর্গাপ্রতিমার কাজ শেষ করাতেই মন দিয়েছেন শিল্পী। রঙের কাজ শেষ হলেই শুরু হবে মায়ের চোখ আঁকা।
নানান খবর

নানান খবর

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১