বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ আগস্ট ২০২৪ ১৫ : ০১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবরে মন ভাল নেই কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তর। আজকাল ডট ইন-এর কাছে এই প্রবীণ সিপিএম নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, অভিজ্ঞতা ভাগ করে নিলেন তাঁর ‘রুদ্রদা’।
রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, “আমি ওঁকে বুদ্ধদেব বলতাম এবং সম্বোধনে ‘আপনি’। উনি আমাকে রুদ্রদা ডাকতেন এবং ওই আপনি। শিল্পীদের তো উনি ভীষণ সম্মান করতেন। আর ওঁর নাটকের প্রতি ভালবাসার কথা তো সর্বজনবিদিত। আমার কোনও কাজ ভাল লাগলে অভিনন্দন জানাতে ভুলতেন না শত ব্যস্ততার মধ্যেও। থিয়েটারের জন্য উনি কী কী করেছেন সেসবের মধ্যে আজ বিশদে না গিয়ে স্রেফ একটি ঘটনার কথা আজ বলব। তাহলে যাঁরা বুদ্ধদেব ভট্টাচার্যের ওই দিকটির কথা জানেন না আজও, তাঁদের কাছে এক লহমায় স্পষ্ট হবে”।
“তখন আটের দশক। ছ'টি নাট্যদল মিলে আমরা ঠিক করলাম শম্ভু মিত্রকে নিয়ে ‘লাইফ অফ গ্যালিলিও’ নাটকটি মঞ্চস্থ করব। ‘গ্যালিলিও’র চরিত্রে থাকবেন স্বয়ং শম্ভু মিত্র। আর এই নাটকটি নির্দেশনার জন্য প্রখ্যাত জার্মান নাট্য নির্দেশক ফ্রিৎস বেনেউইৎসকে আমন্ত্রণ জানাব। আমাদের এই পরিকল্পনার কথা জানিয়েছিলাম বুদ্ধদেবকে। ফ্রিৎস বেনেউইৎস-এর যাতায়াতের খরচ এবং থাকা-খাওয়ার সুব্যবস্থা যদি রাজ্য সরকার করে, এই মর্মে আবেদন জানিয়ে চিঠিও দিয়েছিলাম। নিজের হাতে সেই আবেদন পাশ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উনি সাধারণত নিজে চিঠি লিখতেন না। ওঁর দফতরের আমলারা লিখতেন, উনি তা দেখে সইসাবুদ করে দিতেন। কিন্তু শম্ভু মিত্র-ফ্রিৎস বেনেউইৎস-এই যুগলবন্দীর করানোর পরিকল্পনা উনি জানতে পেরে এতটাই উৎসাহিত হয়েছিলেন যে নিজের হাতে চিঠি লিখে দিয়েছিলেন যাতে আমাদের এই আবেদন দ্রুত রাজ্য সরকারের তরফে গৃহীত হয়। বুদ্ধদেবের কাছের মানুষেরা পর্যন্ত যখন আমার কাছে তাঁর নিজের হাতে চিঠি লিখে দেওয়ার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন!”
সামান্য থেমে ‘নান্দীকার’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ফের বলে ওঠেন, “বুদ্ধদেবকে নিয়ে আরও একটি কথা বলতে চাই। উনি কোনও বিষয়ে ব্যক্তিগত মত প্রকাশ করে সেই বিষয়ে অন্যদেরও মতামত শুনতেন। এবং মন দিয়ে শুনতেন। আমার 'ফুটবল' নাটকটি উনি দেখেছিলেন। দেখে ওঁর ভাল লাগেনি। নাটক শেষ হওয়ার পর আমার কাছে এসে সেকথা জানিয়েছিলেন এবং বলেছিলেন, ‘যেভাবে দেখিয়েছেন বাস্তবে ওরকম হয় না’। আমি পাল্টা ওঁকে নিজের বিশ্বাসের কথা জানিয়েছিলাম, সাধারণত যেরকম হয়, অবিকল সেরকমভাবেই দেখানোটা শিল্পের কাজ নয়। যেরকম হতে পারত, না হলেও ভাল হত...এরকম আলোচনা হয়েছিল অনেকক্ষণ”।
কথার একেবারে শেষে আক্ষেপের সুরে থেমে থেমে রুদ্রপ্রসাদ বলে উঠলেন, “হি ওয়াজ আ নাইস পার্সন। এমন মানুষ যাঁর সঙ্গে বন্ধুত্ব করলে আনন্দ পাওয়া যেত”।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
“আগামী অক্টোবরেই মধুসূদন মঞ্চে ফের ‘বেণীমাধব’ গাইব”, বিতর্কের মাঝে মুখ খুললেন গৌতম হালদার! ...
আদিত্য অতীত, গলায় নতুন প্রেমিকের নামের লকেট! সম্পর্কে কি তবে সিলমোহর অনন্যার?...
কেন আত্মঘাতী হলেন মালাইকার বাবা, পুলিশকে কোন কারণ জানালেন অভিনেত্রীর মা? ...
‘মির্জাপুর’-এ পা রাখছেন হৃতিক রোশন? পঙ্কজ ত্রিপাঠীকে সরিয়ে তিনিই এবার ‘কালীন ভাইয়া’? ...
‘ছোটবেলাটা কঠিন ছিল’ পাঞ্জাবি বাবা ও ক্রিশ্চান মায়ের সংসার নিয়ে আর কী বলেছিলেন মালাইকা? ...
শাহরুখের লম্বা চুল উধাও! মাথা ঢাকা টুপিতে, ন্যাড়া হয়ে গেলেন 'বাদশা'? ...
ভোজনরসিক গোয়েন্দার জমাটি রহস্যভেদ
৬১ বছর বয়সে পরীক্ষায় বসলেন চাঙ্কি পাণ্ডে! পাশ করলেন না ফেল? কী জানালেন মেয়ে অনন্যা?...
সুপারহিট 'হাতী মেরা সাথী'! রাজেশ খান্নার কোন বদ অভ্যাসের জন্য তাঁর সঙ্গে আর কাজ করেননি জাভেদ আখতার?...
Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে তা আর বলতে চাইনা', অরিন্দম শীল কাণ্ডে টলিউডের কোন গোপন কথা ফাঁস করলেন চান্দ্র...
অর্জুন রামপালকে বাড়িতে ডেকে বাথরুমে আটকে রেখেছিলেন শাহরুখ! কেন? ফাঁস করলেন ফারহা!...
বিষ্ণুর দুই অবতারে রণবীর! ‘রামায়ণ’ ছবিতে কোন চরিত্রে অমিতাভ?...
তিতিক্ষার সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরছেন অর্কপ্রভ? কবে থেকে শুরু শুটিং?...
‘অনেকে আছে যারা মেয়ে হওয়ার পুরো অ্যাডভান্টেজ নেয়!’ অরিন্দম শীল বিতর্কে বিস্ফোরক শ্রীলেখা মিত্র ...
পুরুষেরা যদি সন্তানের জন্ম দিতে পারত, তাহলে কী হত? জবাব দিয়েছিলেন শাহরুখ ...