শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

National Award 2023: ‘আরআরআর’ ছবিমুক্তি স্মরণে রাজামৌলি, মাটির কাছাকাছি থাকার বার্তা ‘গঙ্গুবাঈ’-এর
AA | ১৭ অক্টোবর ২০২৩ ১৫ : ২৯Rishi Sahu
সংবাদ সংস্থা, মুম্বই: মঙ্গলবারের সকাল বিনোদন দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
এদিন ৬৯তম জাতীয় পুরস্কার তুলে দেওয়া হল বিজয়ীদের হাতে। দিল্লির রাষ্ট্রপতি ভবনে সাজসাজ রব। সকাল থেকে সেখানে দেশের নানা প্রান্ত থেকে নানা ভাষার তারকারা উপস্থিত। নির্দিষ্ট সময়ে মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ জুরিরা উপস্থিত। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সকাল সকাল রাষ্ট্রপতি ভবনে দেখা মিলেছে এসএস রাজামৌলি, অল্লু অর্জুন, আলিয়া ভাট, মাধবন, কৃতি শ্যানন, বিবেক অগ্নিহোত্রী, পল্লবী যোশি, রামকমল মুখোপাধ্যায়-সহ সমস্ত পুরস্কারপ্রাপকদের। প্রত্যেকে আনন্দে ঝলমলিয়ে উঠেছেন।
যতই অস্কার পান, নিজের দেশ ভাল না বাসলে ভাল লাগে? এই অনুযোগ মনের গভীরে লুকিয়ে রেখেছিলেন এসএস রাজামৌলি। অবশেষে সেই ক্ষোভও মুছে গেল। মঙ্গলবার দিল্লিতে জাতীয় পুরস্কার নিতে গিয়ে সেকথা অকপটে জানালেন ‘আরআরআর’ পরিচালক। তাঁর কথায়, ‘‘অস্কার বাড়তি পাওনা। আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ স্বীকৃতি না দিলে কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। সেটাই এতদিন ধরে মনে হচ্ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, সেই ফাঁক ভরাট করে দিলেন।’’ শুরু থেকেই আত্মবিশ্বাসে ভরপুর তিনি। একই সঙ্গে নম্রও। জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠার আগে পরিচালক স্মরণ করলেন ছবিমুক্তির দিন। তার আগের রাত তিনি জেগে কাটিয়েছিলেন। সঙ্গে একবুক ভয় আর দুশ্চিন্তা। ভাবতেও পারেননি, সেই ছবি এভাবে নতুন ইতিহাস লিখবে।
‘গঙ্গুবাঈ কাঁথিয়াওয়াড়ি’ যেন পঙ্কে পদ্ম। নিষিদ্ধ এলাকার নারী হয়েও তার গাঁয়ে দুধসাদা পোশাক। জাতীয় পুরস্কার আনার দিন সেই রংকেই আপন করে নিলেন আলিয়া ভাট। সাদা শাড়ি, ব্লাউজ। খোঁপায় গোলাপ। সঙ্গে মানানসই গয়না। সব মিলিয়ে সনাতনী সাজ। সদ্য ফোটা পদ্মের মতোই নিষ্পাপ দেখিয়েছে তাঁকে। মঞ্চে ওঠার আগে প্রথম জাতীয় পুরস্কারজয়ীর দাবি, ‘‘চরিত্র ফুটিয়ে তোলা প্রচণ্ড শক্ত ছিল। বিশেষ করে বিশেষ উচ্চারণে সংলাপ বলা। সবটাই সম্ভব হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্য। আজ সঞ্জয় আসতে পারেননি। ওঁকে খুব মিস করছি।’’ এও জানান, তাঁকে আরও মাটির কাছাকাছি থাকতে হবে। তিনি ভাগ্যবান, পরিবারের প্রত্যেকে বিনোদন দুনিয়ার স্তম্ভ। পাশাপাশি, বলিউড তাঁকে সেরা পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছে। যার ফলে, তিনি অসংখ্য অনুরাগীদের ভালবাসা, প্রশংসা পেয়েছেন।
আবিয়ার সঙ্গে জাতীয় পুরস্কার ভাগ করে নিয়েছেন কৃতি শ্যানন। তাঁর মিমি ছবির জন্য। ছবির পরিচালকের পাশাপাশি তিনি কৃতিত্বের সিংহভাগ দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠিকে। যাঁর সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। কিন্তু এই ছবির কাজ যেন বাকিদের ছাপিয়ে গিয়েছে।
‘কাশ্মীর ফাইলস’-এর জন্য জাতীয় পুরস্কার নিতে এসে পরের ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন বিবেক। জানালেন, তাঁর পরের ছবি ‘দিল্লি ফাইলস’। সেখানে দিল্লিতে স্বাধীনতার আগে এবং পরে উদ্বাস্তুদের সঙ্গে কী ঘটেছিল সেই গল্প থাকবে।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?