আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার দেশের নেতৃত্ব। আর প্রথমবারই চূড়ান্ত সফল শুভমান গিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪–১ ব্যবধানে টি২০ সিরিজ জয়। তাহলে ভবিষ্যতের নেতা পেয়ে গেল ভারত? প্রশ্ন উঠে গিয়েছে। তবে শুভমান কিন্তু নেতৃত্ব উপভোগ করেছেন দারুণভাবেই। আইপিএল নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে শুভমানের। কিন্তু দেশকে এই প্রথম। শুভমান বলছেন, ‘অধিনায়কত্বই তাঁর সেরাটা বের করে এনেছে।’ সিরিজে ১৭০ রান করেছেন শুভমান। গড় ৪২.৫০। গিলের কথায়, ‘বিষয়টা দারুণ উপভোগ করেছি। আমার মনে হয় অধিনায়কত্বই সেরাটা বের করে এনেছে। যখনই মাঠে গেছি, বিশেষ কিছু করতে চাইছিলাম।’ তবে চাপ যে ছিল সেটাও মেনে নিয়েছেন তিনি। বলেছেন, ‘একজন ব্যাটার হিসেবে খেললে একরকম চাপ। কিন্তু সঙ্গে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হলে আরও চাপ নিতে হয়। তবে বিষয়টা উপভোগ করেছি।’
রোহিতের সঙ্গে খেলার সুবাদে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন গিল। বাকিদেরও কৃতজ্ঞতা জানিয়ে গিল বলেছেন, ‘রোহিত ও মাহি ভাইয়ের মধ্যে নেতৃত্বের সহজাত গুণ রয়েছে। বিরাট ভাই, হার্দিকও নিজেদের মতো করে চেষ্টা করেছে। তবে আমি রোহিত ভাইয়ের নেতৃত্বেই বেশি খেলেছি। আর সেখান থেকে শিখেছিও অনেক।’ নিজের পাশাপাশি দলের বাকিদের যে পারফর্ম করেছে, সেটাই নেতা হিসেবে বেশি তৃপ্তি দিচ্ছে গিলকে।
রোহিতের সঙ্গে খেলার সুবাদে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন গিল। বাকিদেরও কৃতজ্ঞতা জানিয়ে গিল বলেছেন, ‘রোহিত ও মাহি ভাইয়ের মধ্যে নেতৃত্বের সহজাত গুণ রয়েছে। বিরাট ভাই, হার্দিকও নিজেদের মতো করে চেষ্টা করেছে। তবে আমি রোহিত ভাইয়ের নেতৃত্বেই বেশি খেলেছি। আর সেখান থেকে শিখেছিও অনেক।’ নিজের পাশাপাশি দলের বাকিদের যে পারফর্ম করেছে, সেটাই নেতা হিসেবে বেশি তৃপ্তি দিচ্ছে গিলকে।
