আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনবার আইএসএলের ফাইনালে উঠে রেকর্ড করেছে মোহনবাগান। এই তিনবারের সাক্ষী শুভাশিস বসু। বাড়তি পাওনা, এবার দলের অধিনায়ক তিনি। শুধু তাই নয়, রক্ষণ সামলানোর পাশাপাশি, আক্রমণেও সাহায্য করছেন। চলতি মরশুমে ছটি গোল রয়েছে তাঁর ঝুলিতে। আইএসএলের এক মরশুমে ডিফেন্ডারের করা এটাই সর্বোচ্চ গোল সংখ্যা। প্রাক ফাইনাল সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠতেই মশকরা করে হোসে মোলিনা বলেন, 'শুভাশিস প্র্যাকটিসে স্ট্রাইকারে খেলে।' বলেই হেসে ফেলেন বাগান কোচ। তবে পাশাপাশি জানান, শুভাশিসের গোল করার ক্ষমতা রয়েছে। বিশেষ করে সেট পিস থেকে। তাই বৃহস্পতিবারের প্র্যাকটিসে জোর ছিল সেট পিসেই। ক্লিনশিট রাখার পাশাপাশি, গোল করা উপভোগ করছেন বাগান অধিনায়ক। শুভাশিস জানান, কেরিয়ারের শুরুতে তিনি স্ট্রাইকার হিসেবে খেলতেন। তবে তাঁর প্রাথমিক কাজ ক্লিনশিট রাখা। 

আগের বছর তীরে গিয়ে তরী ডুবেছিল। একটুর জন্য ডবল হাতছাড়া হয়েছে। এবার শাপমুক্তির সুযোগ রয়েছে শুভাশিস, পেত্রাতোস, কামিন্সদের সামনে। গত বছরের ভুলভ্রান্তি শুধরে ইতিহাসে নাম তোলার জন্য তৈরি বাগান অধিনায়ক। জানান, ঘরের মাঠে ফাইনাল খেলা সবসময় স্পেশাল। শুভাশিস বলেন, 'ঘরের মাঠে ফাইনাল খেলা সবসময় বিশেষ অভিজ্ঞতা। এটা আমাদের বাড়তি শক্তি জোগাবে। আমরা হাজার হাজার সাপোর্টারদের সামনে নিজেদের সেরাটা দিতে চাই। আমরা আগের বছরের ফাইনাল নিয়ে ভাবছি না। তবে সেদিন কোথায় ভুল হয়েছিল, সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদের গোল করতে হবে।' খেলার ধরনে কোনও পরিবর্তন চান না শুভাশিস। বিপক্ষে সুনীল ছেত্রী ছাড়াও ভাল অ্যাটাকিং প্লেয়ার রয়েছে। তবে ঘরের মাঠে তাঁদের রোখার বিষয়ে আশাবাদী সবুজ মেরুনের অধিনায়ক। টিমগেমেই গুরুত্ব দিলেন। শুভাশিস বলেন, 'আমরা দল হিসেবে খেলি। একসঙ্গে আক্রমণে যাই এবং রক্ষণ সামলাই। আমরা নিজেদের খেলাটাই খেলব। আমি টানা তিনবার ফাইনালে খেলব। প্রত্যেকবারই আত্মবিশ্বাস থাকে। ফাইনাল ম্যাচ সবসময় আলাদা। যারা কম ভুল করবে, তাঁরাই জিতবে।' হাবাস জমানায় অধরা খেতাব এবার জিততে মরিয়া বঙ্গতনয়।