মহমেডান স্পোর্টিং - ১ ( সামাদ-পেনাল্টি)
ডায়মন্ড হারবার - ১ (জবি)
আজকাল ওয়েবডেস্ক: শেষ মিনিটের গোলে হার বাঁচাল মহমেডান স্পোর্টিং। ম্যাচের একেবারে অন্তিমলগ্নে পেনাল্টি থেকে গোল করে ১-১ করেন বামিয়া সামাদ। শেষপর্যন্ত ড্র হল মহমেডান স্পোর্টিং-ডায়মন্ড হারবার ম্যাচ। তবে অমীমাংসিতভাবে শেষ হলেও এই গ্রুপে এখনও লিগ শীর্ষে কিবু ভিকুনার দল। কলকাতা লিগে এখনও অপরাজিত ডায়মন্ড হারবার। ড্র হলেও গোটা ম্যাচে মহমেডানকে টেক্কা দেয় কিবুর দল। আধিপত্য তাঁদেরই ছিল। একাধিকবার সাদা কালোর রক্ষণে কাঁপুনি ধরিয়ে দেয়। ভাগ্য সঙ্গে থাকলে ম্যাচ জিতে মাঠ ছাড়ার কথা তাঁদের। একাধিক সুযোগ তৈরি করেও গোলে বল রাখতে পারেনি ডায়মন্ড হারবার।
ম্যাচের শুরুতে কিবুর দলকে এগিয়ে দেন জবি জাস্টিন। হেড থেকে গোল করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার। একসময় লাল হলুদ জার্সিতে একাধিক গোল করেছেন। সেরা সময় পেছনে ফেলে এলেও হায়মন্ড হারবারের হয়ে যথেষ্ট ভাল খেলছেন জবি। কিন্তু এদিন দলের স্ট্রাইকাররা একাধিক গোল মিস না করলে অনায়াসেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত কিবুর দল। অন্যদিকে হতাশ করল মহমেডান। চলতি কলকাতা লিগে দলের মধ্যে সেই ঝাঁঝ নেই। ডায়মন্ড হারবারের ডিফেন্ডারদের ভুলে ম্যাচের শেষে পেনাল্টি না পেলে এদিন খালি হাতেই ফিরতে হত সাদা কালো ব্রিগেডকে। সামাদের গোলে কোনওক্রমে মান বাঁচে গতবারের চ্যাম্পিয়নদের।
ডায়মন্ড হারবার - ১ (জবি)
আজকাল ওয়েবডেস্ক: শেষ মিনিটের গোলে হার বাঁচাল মহমেডান স্পোর্টিং। ম্যাচের একেবারে অন্তিমলগ্নে পেনাল্টি থেকে গোল করে ১-১ করেন বামিয়া সামাদ। শেষপর্যন্ত ড্র হল মহমেডান স্পোর্টিং-ডায়মন্ড হারবার ম্যাচ। তবে অমীমাংসিতভাবে শেষ হলেও এই গ্রুপে এখনও লিগ শীর্ষে কিবু ভিকুনার দল। কলকাতা লিগে এখনও অপরাজিত ডায়মন্ড হারবার। ড্র হলেও গোটা ম্যাচে মহমেডানকে টেক্কা দেয় কিবুর দল। আধিপত্য তাঁদেরই ছিল। একাধিকবার সাদা কালোর রক্ষণে কাঁপুনি ধরিয়ে দেয়। ভাগ্য সঙ্গে থাকলে ম্যাচ জিতে মাঠ ছাড়ার কথা তাঁদের। একাধিক সুযোগ তৈরি করেও গোলে বল রাখতে পারেনি ডায়মন্ড হারবার।
ম্যাচের শুরুতে কিবুর দলকে এগিয়ে দেন জবি জাস্টিন। হেড থেকে গোল করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার। একসময় লাল হলুদ জার্সিতে একাধিক গোল করেছেন। সেরা সময় পেছনে ফেলে এলেও হায়মন্ড হারবারের হয়ে যথেষ্ট ভাল খেলছেন জবি। কিন্তু এদিন দলের স্ট্রাইকাররা একাধিক গোল মিস না করলে অনায়াসেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত কিবুর দল। অন্যদিকে হতাশ করল মহমেডান। চলতি কলকাতা লিগে দলের মধ্যে সেই ঝাঁঝ নেই। ডায়মন্ড হারবারের ডিফেন্ডারদের ভুলে ম্যাচের শেষে পেনাল্টি না পেলে এদিন খালি হাতেই ফিরতে হত সাদা কালো ব্রিগেডকে। সামাদের গোলে কোনওক্রমে মান বাঁচে গতবারের চ্যাম্পিয়নদের।
