আজকাল ওয়েবডেস্ক: বাবা ভাঙ্গা, এক অন্ধ বুলগেরিয়ান। যাঁর ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বারবার তাক লাগিয়েছিল বিশ্বকে। বুলগেরিয়ার এই দৈবশক্তিধারী মহিলা ১৯৯৬ সালে মারা যান। কিন্তু তার আগে একবিংশ শতাব্দীরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ৯/১১ হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, এমনকী ব্রেক্সিট সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে।সেই বাবা ভাঙ্গাই ২০২৫ সালে ৫ রাশির ভাগ্যের হদিশ দিলেন। নতুন বছরে এই ৫ রাশি থাকবেন টাকার গদিতে। তাহলে কাদের ভাগ্য মুড়বে সোনায়? জেনে নেওয়া যাক-
মেষ- ২০২৫ সাল মেষ রাশির জন্য জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বছর হতে চলেছে । যখন সুখ-সমৃদ্ধির স্বপ্ন আর অধরা থাকবে না। বাস্তবেই মিলবে ফল। যে কোনও ক্ষেত্রে সাফল্যের বড় যোগ রয়েছে। বছর জুড়ে টাকায় মুড়বে জীবন।
বৃষ- ২০২৫ সালে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বৃষ রাশির মানুষদের। অবিশ্বাস্যভাবে অনেক দিনের স্পপ্নপূরণ হবে। বিনিয়োগের বড় সুযোগ পাবেন। সংসারে অর্থ সংকট মিটবে। পেশাগত জীবনে বড় সাফল্যের যোগ রয়েছে।
মিথুন- ২০২৫ সাল মিথুন রাশির জন্য বড় পরিবর্তন আসতে চলেছে। পেশাগত জীবনে বড় সাফল্য পেতে পারেন। সব বাধা কেটে ভাগ্য থাকবে সহায়। বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী বলছে, সাহস করে যে কোনও কাজে এগিয়ে যান। এই বছরটা আপনার!আর্থিক পরিস্থিতির উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন।
কর্কট- নতুন বছরে অনেক অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। যে কোনও কাজে হাত দিলেই সাফল্য অবধারিত।
কুম্ভ- বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে, ২০২৫ সাল মেষ রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন বছরের পেশাগত জীবনে সাফল্য পেতে পারেন এই রাশির অধিকারীরা। চারপাশে ইতিবাচক পরিবেশ থাকবে। জীবনে অনেক স্বপ্ন পূরণের সুযোগ আসবে। শনির কৃপায় ভাগ্য থাকবে সহায়।
