আজকাল ওয়েবডেস্ক: সদ্য বাবা হয়েছেন কেএল রাহুল। যার ফলে পুরোনো দল লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দিল্লি শিবিরে যোগ দিয়েছেন রাহুল। খোশমেজাজে আছেন। সম্প্রতি দিল্লির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দলের বাকিদের সঙ্গে একটি মজাদার মুহূর্ত ভাগ করে নেন রাহুল। সেখানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং দিল্লির মেন্টর কেভিন পিটারসেনের অভিনয় করে দেখান। যা দেখে হাসিতে ফেটে পড়ে গোটা দল। এমনকী কেভিন পিটারসেনও। হাসিতে লুটিয়ে পড়েন। দিল্লির টিম ডিনারে এই ঘটনা ঘটে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। যেখানে রাহুলের মজাদার দিক প্রকাশ্যে এসেছে।
রবিবার বিশাখাপত্তনামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ দিল্লির। সেই ম্যাচে পাওয়া যাবে রাহুলকে। প্রথম সন্তানের জন্মের জন্য লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেননি। দিল্লির প্রথম ম্যাচের দিনই বাবা হন রাহুল। সেই কারণে তাঁকে বিশেষ ছুটি দেওয়া হয়েছিল। প্রথম ম্যাচ জেতার পর রাহুলকে জয় উৎসর্গ করে সতীর্থরা। পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে আবার দিল্লি শিবিরে যোগ দেন। এবার দিল্লির জার্সিতে অভিষেক করতে তৈরি। তিন বছর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকার পর এবার ১২ কোটিতে তাঁকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের আগে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ট্রেনিং সারেন রাহুল। আইপিএলকে ভারতের টি -২০ দলে প্রত্যাবর্তনের মঞ্চ করতে চান তারকা উইকেটকিপার ব্যাটার।
