আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই মহাযুদ্ধ। আইপিএলের আরও একটি আকর্ষণীয় ম্যাচ। মুখোমুখি এমএস ধোনি এবং বিরাট কোহলি। তার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আগাম হুঁশিয়ারি শেন ওয়াটসনের। কেকেআরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ অনায়াসে জিতেছে কোহলিরা। কিন্তু চিপকে যে তেমন হবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। তিনি মনে করেন, শুক্রবার চেন্নাইয়ের চ্যালেঞ্জের মোকাবিলা করতে টিম কম্পোজিশন বদলাতে হবে আরসিবিকে। ওয়াটসন বলেন, 'চিপকে আরসিবিকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বিশেষ করে সিএসকেতে যেসব বোলাররা আছে, তাঁদের বিরুদ্ধে ওদের পিচে খেলা কঠিন। চেন্নাইয়ের শক্তির সঙ্গে টক্কর দিতে আরসিবির টিম কম্পোজিশন বদলাতে হবে।'
বেঙ্গালুরু এবং চেন্নাই, দুই দলের হয়েই খেলেছেন ওয়াটসন। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ধোনিরা। অজি তারকা জানান, তার প্রধান কারণ স্পিনাররা। ওয়াটসন বলেন, 'সিএসকের দলটাই বানানো হয়েছে চিপকের পিচের কথা মাথায় রেখে। মুম্বইয়ের বিরুদ্ধে তিন স্পিনারের কথাই যদি ধরা হয় - অশ্বিন, জাদেজা এবং নূর আহমেদ। এইধরনের পিচে ওদের খেলা মুশকিল। চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই নূরের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়াবে। দলের বিকল্প আরও বেড়েছে।' ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের আইপিএল জয়ী দলের অঙ্গ ছিলেন ওয়াটসন। তিনি মনে করেন, রাজস্থানের স্পিন বিভাগ তেমন শক্তিশালী নয়। দুই দলের মধ্যে এটাই পার্থক্য গড়ে দিয়েছে। কেকেআরের দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং মঈন আলি দারুণ বলে করেছে। সেখানে কুইন্টন ডি কককে কোনও চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি রাজস্থানের বোলাররা।
