আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। পরের ম্যাচেও নেই সঞ্জু স্যামসন। রিকোভারির অঙ্গ হিসেবে দলের সঙ্গে বেঙ্গালুরু যাবেন না রাজস্থানের অধিনায়ক। জয়পুরে ফ্র্যাঞ্চাইজির মেডিক্যাল স্টাফের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে তাঁর। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চোট পান সঞ্জু। চোটের জন্য মাঠ ছাড়েন। রুদ্ধশ্বাস সুপার ওভারে ম্যাচ জেতে দিল্লি। ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়েছে, 'টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে পর্যবেক্ষণ করছে। ম্যাচ প্রতি দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে চায়।' বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। 

সঞ্জুর না থাকার অর্থ, আরসিবির বিরুদ্ধে ওপেন করবেন বৈভব সূর্যবংশী। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে স্বপ্নের অভিষেক হয় ১৪ বছরের উঠতি তারকার। ছক্কা মেরে শুরু করেন। মানসিকতায় তাক লাগিয়ে দেন। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করবেন বৈভব। চলতি আইপিএলে রাজস্থানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সঞ্জুর। সাত ইনিংসে তাঁর রান ২২৪। গড় ৩৭.৩৩। তিনি, রিয়ান পরাগ এবং যশস্বী জয়েসওয়াল ইতিমধ্যেই দুশো রানের গণ্ডি পার করেছেন। তবে দলগত পারফরম্যান্স তেমন ভাল নয় রাজস্থানের। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে রাহুল দ্রাবিড়ের দল।