আজকাল ওয়েবডেস্ক: মস্কো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধেয় তিনি রাশিয়া পৌঁছন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে এলেন মোদি। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মেন্টুরভ।
মস্কো পৌঁছেই মোদি জানান, ‘মস্কো পৌঁছলাম। দু’দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করাই লক্ষ্য।’ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি।
প্রসঙ্গত, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে গেলেন মোদি। সফরে পুতিনের সঙ্গে বৈঠকে বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এটা ঘটনা, ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শেষবার মোদি রাশিয়া সফরে গিয়েছিলেন সেই ২০১৯ সালে। তার দু’বছর পর ভারত সফরে এসেছিলেন পুতিন। তার পরপরই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাই এবার মোদির রাশিয়া সফর অনেকদিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ।
মস্কো পৌঁছেই মোদি জানান, ‘মস্কো পৌঁছলাম। দু’দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করাই লক্ষ্য।’ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি।
প্রসঙ্গত, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে গেলেন মোদি। সফরে পুতিনের সঙ্গে বৈঠকে বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এটা ঘটনা, ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শেষবার মোদি রাশিয়া সফরে গিয়েছিলেন সেই ২০১৯ সালে। তার দু’বছর পর ভারত সফরে এসেছিলেন পুতিন। তার পরপরই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাই এবার মোদির রাশিয়া সফর অনেকদিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ।
