আজকাল ওয়েবডেস্ক:  স্বামীর মৃত্যুশোক সামলাতে পারেননি। স্বামী বিয়োগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন স্ত্রী। স্বামীর মৃত্যুর ২০ মিনিটের মাথায় আত্মঘাতী হন স্ত্রী। একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয় সেই দম্পতির। সমাপ্তি ঘটে এক দাম্পত্য জীবনের।

 

এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল উত্তরাখণ্ডের ভাদেসার স্থানীয়রা। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বছর পঁচাশির তাতুরা রাজপুত। গত সোমবার ওই বৃদ্ধের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পরই আত্মঘাতী হন তাতুরার প্রতিবন্দী স্ত্রী জামনাবাই।

 

রাজপুর দম্পতির এইভাবে মৃত্যুর ঘটনায় শোকগ্রস্ত গোটা এলাকা। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার মতো প্রাচীন প্রথার কথা প্রায় বলতেন জামনাবাই। স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার ইচ্ছাও নাকি প্রকাশ করতেন জামনাবাই। কিন্তু সেইসময় ওই রাজপুত মহিলার কথায় বিশেষ গুরুত্ব দেয়নি কেউ। সেই কথা যে এইভাবে ফলবে, তা ভাবতেও পারেননি স্থানীয়রা। ঘটনার আকস্মিকতায় হতম্ভব ওই দম্পতির পরিবারও।