আজকাল ওয়েবডেস্ক:  বিরাট বড় পদক্ষেপ নিল এয়ারটেল। তারা এবার ইলন মাস্কের সংস্থার সঙ্গে জোটবদ্ধ হল। ফলে এয়ারটেলের হাত ধরেই ভারতের বাজারে আসবে স্পেস এক্স।


ইতিমধ্যেই এই দুটি কোম্পানির মধ্যে চুক্তি সই করা হয়ে গিয়েছে। স্টার লিঙ্কের হাই স্পিড ইন্টারনেট এবার দ্রুত হাতে পেয়ে যাবেন ভারতীয় গ্রাহকরা। এখানেই শেষ নয়, এবার থেকে স্পেস এক্সের সমস্ত উপাদান পাওয়া যাবে এয়ারটেলের দোকান থেকেই। এই সমস্ত ইন্টারনেট সামগ্রী শুধুমাত্র এয়ারটেলের দোকান থেকেই মিলবে। 

 


দোকান, বাজার, স্কুল, স্বাস্থ্য ক্ষেত্র ছাড়া ভারতের বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে এয়ারটেল। এমনকি গ্রামের বিভিন্ন অংশেও এয়ারটেল নিজেদের মেলে ধরেছে। সেখান থেকে তাদের সঙ্গে যদি স্পেস এক্স যুক্ত হয়ে যায় তাহলে সেই সমস্ত সুবিধা এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন।

 


এয়ারটেলের সঙ্গে স্টারলিঙ্কের যোগ করে নেওয়া হবে বলেও খবর মিলেছে। ফলে ভারতের যেসব স্থানে ইন্টারনেট পরিষেবা খানিকটা খামতি থেকে গিয়েছে সেখানে এবার অতি দ্রুত এয়ারটেল সেই পরিষেবা পৌঁছে দেবে। দ্রুত ইন্টারনেট কানেকশনের মাধ্যমে গোটা দেশকে জুড়ে দেবে এয়ারটেল। 
এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর তথা ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তল জানিয়েছেন স্পেস এক্সের সঙ্গে কাজ করতে পেরে তারা খুশি। এটি একটি নতুন মাইনস্টোন তৈরি করবে। ফলে আগামী জেনারেশনের কাছে ইন্টারনেটকে অনেক দ্রুত দ্রুত এবং সহজে পৌঁছে দেওয়া যাবে। পাশাপাশি ইন্টারনেটের খরচও এতে খানিকটা কমে যাবে। এয়ারটেলের সঙ্গে কাজ করতে পেরে স্পেস এক্সের কর্তারাও খুশি। 

 


বর্তমান সময়ের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি সময়ে ইন্টারনেটকে আরও ব্যবহার করতে হবে। সেই কাজকে গতি দেবে এই দুটি প্রতিষ্ঠান। তারা মিলিতভাবে গোটা দেশের বিভিন্ন গ্রামে ইন্টারনেট প্রসারে জোর দেবে। ফলে যারা এয়ারটেল গ্রাহক রয়েছেন তারা আরও বেশি উপকৃত হবেন। 
এয়ারটেলের সঙ্গে স্পেস এক্স যৌথভাবে কাজ করে ভারতের বিভিন্ন প্রান্তে সস্তায় ইন্টারনেট পরিষেবা দেবে। ফলে সেখান থেকে প্রতিটি গ্রাহক অনেক বেশি উপকৃত হবেন।