আজকাল ওয়েবডেস্ক: লীতাবতী হাসপাতালের এক ট্রাস্টির বিরুদ্ধে গুরুতর অভিযোগ।  তিনি স্বাস্থ্যক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করেছেন হাসপাতালে রাখা বৈঞ়ানিক যন্ত্রপাতি -এর লে। খবরটি পাকা।প্রায় ১২০০ কেটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

 

এখানেই শেষ নয়। হাসপাতালের সামনে কালো যাদু করা হত। তল্লাশি চালিয়ে  উদ্ধার হয়েছে এখান থেকে হাড় এমনকী মানুষের চল পর্যন্ত। খবর প্রকাশ্যে আসতেই সোস্যাল মিডিয়ায় হইহই পড়ে সায়।

 

পুলিশের কাৎছে অভিযোগ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনটি অভিযোগ দায়ের করা হক্ষেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বান্দ্রার সংশ্লিষ্ট হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর। ওই ব্যক্তিদের বিরুদ্ধে ততুর্থ মামলাটি বিচারাধীন। এই মামলাটি  কালো জাদুর পরিপ্রেক্ষিতে করা হয়েছে। ট্র্যাস্টের স্থায়ী বাসিন্দা প্রশান্ত মেহেতা জানিয়েছেল, এই ধরনের কান্ড সামনে আশায় তাজ্জব তিনি।

 

তিনি জানয়েছেন, ট্র্যাস্টের স্বচ্ছতা বজায় রাখতে তিনি প্রয়োজনীয় নজর রাখবেন। এর পাশাপাশি তাঁর বক্তব্য ফরেনসিক অডিটের সময় যাতে আর্থিক তছরূপ যাতে না হয় সেদিক দেখভাল করা হবে।