মার্কিন মুলুক আক্রমণ চালিয়েছে ভেনেজুয়েলার উপর। শুধু তাই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে আমেরিকা। পরিস্থিতি বিচারে, প্রেসিডেন্টের অবতর্মানে এবার সে দেশের ভাইস প্রেসিডেন্টকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।
2
7
ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার শনিবার রায় দিয়েছে, নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করতে হবে। আদালতের রায়ে বলা হয়েছে যে, রড্রিগেজ প্রশাসনিক ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য ভেনেজুয়েলার বলিভারিয়ান প্রেসিডেন্ট পদ গ্রহণ করবেন।
3
7
শুরুতেই হুঙ্কার দিয়েছেন ডেসলি। জানিয়েছেন, ভেনেজুয়েলা নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারবে একই সঙ্গে সাফ জানিয়েছেন, তাঁর দেশ অন্য কোনও দেশের দাসত্ব করবে না।
4
7
কে এই ডেসলি? বিপদকালে যাঁর কাঁধেই দেশের দায়িত্ব-
ডেলসি রড্রিগেজ। বয়স ৫৬। কারাকাসের বাসিন্দা। জন্ম ১৮ মে, ১৯৬৯ সালে।
5
7
তিনি জর্জ আন্তোনিও রড্রিগেজের মেয়ে। সে দেশের ইতিহাসে তাঁর বাবার নাম বহুল চর্চিত।
6
7
ডেসলি ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে, তিনি একটি সরকার-পন্থী গণপরিষদের প্রধান নিযুক্ত হন।
7
7
২০১৮ সালের জুন মাসে মাদুরো রড্রিগেজকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন।