মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করলেই হতে পারেন কোটিপতি, কীভাবে
Sumit Charkaborty
রবিবার, 27 জুলাই 2025
1
9
যদি সঠিকভাবে নিজের টাকা বিনিয়োগ করে সেখান থেকে ফায়দা তুলতে চান তাহলে সেখানে আপনাকে বেছে নিতে হবে এসআইপি। এখানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন কোটি টাকা।
2
9
আপনাকে ২ কোটি টাকার টার্গেট করতে হবে। মাসে বিনিয়োগ করতে হবে ৫ হাজার টাকা।
3
9
সময় দিতে হবে ৩১ বছর। মোট বিনিয়োগের টাকা হবে ১৮ লাখ ৬০ হাজার টাকা।
4
9
রিটার্ন হবে ১ কোটি ৮০ লাখ ৯২ হাজা ২২ টাকা। মোট ভ্যালু হবে ১ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ২২ টাকা।
5
9
এই টাকা আপনাকে টানা বিনিয়োগ করে যেতে হবে। আপনি সুদ পাবেন ১০ শতাংশ করে।
6
9
এসআইপি-তে বিনিয়োগ করা একটি টেকনিক। একে সঠিকভাবে জানতে হবে। তাহলেই সেখান থেকে ভাল ফল পাবেন।
7
9
যখনই এসআইপি-তে বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন। এখানে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।
8
9
সঠিক এসআইপি-তে বিনিয়োগ করার পাশাপাশি দীর্ঘসময় ধরে বিনিয়োগ করার মানসিকতা লাগবে। তাহলে আপনি নির্দিষ্ট ফল পাবেন।
9
9
তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজার ঝুঁকি থাকে। সেখানে বিনিয়োগের আগে সবকিছু দেখে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।