স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষজ্ঞ ক্যাডার অফিসার (Specialist Cadre Officer) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্কটি ২ ডিসেম্বর ২০২৫ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে, যা চলবে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের ‘কারেন্ট ওপেনিংস’ বিভাগে গিয়ে আবেদন করতে পারবেন।
2
10
এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় দেশের ১৭টি রাজ্যে একাধিক পদে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক, যার মেয়াদ প্রাথমিকভাবে পাঁচ বছর। তবে কর্মদক্ষতা ও অন্যান্য শর্ত পূরণের ভিত্তিতে চুক্তি আরও চার বছর পর্যন্ত নবায়ন করার সুযোগ থাকবে।
3
10
পদের নাম ও বার্ষিক বেতন (CTC): VP Health (SRM) – সর্বোচ্চ সিটিসি: 44.70 লাখ, AVP Health (RM) – সিটিসি: 30.20 লাখ, Customer Relationship Executive – সিটিসি: 6.20 লাখ।
4
10
মোট শূন্যপদ: VP Health (SRM): 506 পদ, AVP Health (RM): 206 পদ, Customer Relationship Executive: 284 পদ।
5
10
ব্যাঙ্ক জানিয়েছে, প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড ভিন্ন। সেই কারণে প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে তবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগ্যতার ন্যূনতম শর্ত পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
6
10
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এসবিআই স্পষ্ট করেছে যে প্রার্থীদের শুধুমাত্র সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষা বা অন্য কোনও পরীক্ষার ব্যবস্থা থাকছে না। সাক্ষাৎকারে যে প্রার্থীরা কাট-অফ নম্বর পাবেন, তাঁরা মেধাতালিকায় স্থান পাবেন। যদি কাট-অফে একাধিক প্রার্থীর সমান নম্বর হয়, তবে তাঁদের বয়স অনুসারে অবতরণক্রমে র্যা ঙ্ক করা হবে—অর্থাৎ বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
7
10
নিয়োগপ্রক্রিয়ার সমস্ত ধাপ, সাক্ষাৎকারের তারিখ, কল লেটার ডাউনলোড ও ফলাফল সম্পর্কে আপডেটও এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের সময় প্রার্থীদের সঠিক তথ্য প্রদান এবং নির্ধারিত ফরম্যাটে নথি আপলোড করতে বলা হয়েছে। কোনও ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
8
10
এসবিআই বিভিন্ন বছরেই বিশেষ ক্ষেত্রে দক্ষ পেশাদারদের চুক্তিভিত্তিক নিয়োগ করে থাকে, বিশেষত স্বাস্থ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, আইটি, সাইবার সিকিউরিটি ও গ্রাহক পরিষেবা খাতে। ব্যাংক কর্তৃপক্ষের মতে, দেশের ব্যাঙ্কিং সেক্টর এবং গ্রাহকের চাহিদা দ্রুত পরিবর্তিত হওয়ায় বিশেষজ্ঞ পদে যোগ্য ও অভিজ্ঞ কর্মী নিয়োগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
9
10
এই নিয়োগের মাধ্যমে এসবিআই গ্রাহক পরিষেবা আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা আরও প্রযুক্তিনির্ভর করতে চায় বলে ধারণা করা হচ্ছে। VP ও AVP Health পদগুলি প্রধানত স্বাস্থ্যবীমা, মেডিক্যাল আন্ডাররাইটিং, গ্রাহকের স্বাস্থ্য বিশ্লেষণ ও সম্পর্ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে Customer Relationship Executive পদে নির্বাচিতরা সরাসরি গ্রাহক যোগাযোগ, পরিষেবা উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির দায়িত্বে থাকবেন।
10
10
আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল—শেষ তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫। তাই যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক।