কথায় রয়েছে শাড়িতেই নারী। যতই পশ্চিমী পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করুন না কেন, ভারতীয় মহিলাদের শাড়ির প্রতি আলাদাই টান রয়েছে। সাবেকি সাজ হোক কিংবা ইন্দো-ওয়েস্টার্ন, বনেদি লুক থেকে আধুনিকা-মেয়েদের শাড়ির সাজ থাকা চাই। কিন্তু জানেন কি, আপনার রাশি বলেই দিতে পারে কোন রঙের শাড়ি আপনাকে সবচেয়ে মানাবে? জ্যোতিষ মতে, রাশিচক্র অনুযায়ী রং বেছে নিলে সৌন্দর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে সৌভাগ্যও বৃদ্ধি পায়। তাহলে দেখে নিন, আপনার রাশি অনুযায়ী কোন রঙের শাড়ি হবে পারফেক্ট পছন্দ।
2
13
মেষ: এই রাশির লাল, কমলা। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যা আগুন ও শক্তির প্রতীক। লাল বা কমলা রঙ আপনার উদ্যমী, সাহসী স্বভাবকে আরও উজ্জ্বল করে তুলবে।
3
13
বৃষ: শুক্র-শাসিত এই রাশি প্রেম ও সৌন্দর্যের প্রতীক। বৃষ রাশির শুভ রং সবুজ, হালকা গোলাপি। নরম টোনের সবুজ বা প্যাস্টেল পিঙ্ক রং এই রাশির শান্ত ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।
4
13
মিথুন: এই রাশির শুভ রং হলুদ, হালকা সবুজ। প্রাণবন্ত মিথুন রাশির প্রতীক যোগাযোগ ও চঞ্চলতা। হলুদ বা সবুজ শাড়িতে ফুটে উঠবে আপনার ইতিবাচক এনার্জি। জরি দেওয়া কটন-সিল্ক শাড়ি, সোনালি চুড়ি ও হালকা গ্লিটার মেকআপে রাখুন তরতাজা লুক।
5
13
কর্কট: রুপালি, সাদা হল কর্কট রাশির শুভ রং। চন্দ্র-শাসিত এই রাশি সংবেদনশীল ও পরিবারকেন্দ্রিক। সাদা বা রুপালি শাড়িতে আপনি ছড়িয়ে দেবেন শান্তি ও পবিত্রতার বার্তা। সিলভার জুয়েলারি, ন্যুড মেকআপ ও খোলা চুলে থাকুক ক্লাসিক ছোঁয়া।
6
13
সিংহ: এই রাশির শুভ রং সোনালি, লাল। সূর্য-শাসিত সিংহ রাশিত জাতকরা রাজকীয় ও আত্মবিশ্বাসী। সোনালি বেনারসি বা লাল শাড়িতে আপনি হয়ে উঠবেন নজরকাড়া। ভারী জুয়েলারি, ক্লাসিক বান ও হাইলাইটার-আপনার লুককে দেবে ‘রেড কার্পেট’ গ্ল্যাম।
7
13
কন্যা: যে কোনও বিষয়ে নিখুঁত ও সারল্য পছন্দ করেন কন্যা রাশির জাতকরা। শুভ রং হল অলিভ, হালকা বাদামি। এই রঙের শাড়ি আপনার বাস্তববাদী ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।বেজ টোনের সিল্ক শাড়ি, ছোট দুল ও হালকা মেকআপে রাখুন পরিমিত আভিজাত্য।
8
13
তুলা: তুলা রাশির শুভ রং গোলাপি, নীল। প্রতিটি ক্ষেত্রে ব্যালান্স ও সৌন্দর্যের রাশি তুলা। প্যাস্টেল পিঙ্ক বা স্কাই ব্লু রং আপনার কোমল সৌন্দর্য বাড়িয়ে তুলবে। সিলভার গয়না, হালকা গ্লিটার আইশ্যাডো ও খোলা চুলে হয়ে উঠুন মধ্যমণি।
9
13
বৃশ্চিক: মেরুন, বেগুনি হল এই রাশির জন্য শুভ। মঙ্গল-শাসিত বৃশ্চিক রহস্যময় ও গভীর মননের রাশি। বেগুনি বা মেরুন শাড়ি আপনাকে দেবে শক্তিশালী এবং আকর্ষণীয় উপস্থিতি। সিকুইন কাজ করা শাড়ি, ডার্ক লিপস্টিক ও হাই বান- নিখুঁত সৌন্দর্যের লুক।
10
13
ধনু: এই রাশির শুভ রং হলুদ, বেগুনি। বৃহস্পতি শাসিত ধনু রাশি উদার ও আশাবাদী। উজ্জ্বল হলুদ শাড়িতে আপনার আনন্দ ছড়িয়ে পড়বে চারদিকে। হালকা গোল্ড জুয়েলারি ও খোলা চুলের লুক হবে সতেজ ও উজ্জ্বল।
11
13
মকর: ধূসর, কালো মকর রাশির শুভ রং৷ শৃঙ্খলাপ্রিয় মকর রাশির জাতকদের জন্য কালো বা ধূসর সিল্ক শাড়ি একদম পারফেক্ট। এটি শক্তি ও স্থিরতার প্রতীক। সিলভার গয়না ও স্মোকি আই মেকআপে আনুন পরিমিত রাজকীয়তা।
12
13
কুম্ভ: স্বাধীনচেতা কুম্ভ রাশির জাতকরা সবসময় 'ট্রেন্ড সেটার'। শুভ রং নীল, টারকোয়েজ। এই রঙের শাড়িতে ফুটে উঠবে আপনার সৃজনশীলতা। আধুনিক কাটের ব্লাউজ ও মেটালিক গয়নায় আনুন হয়ে উঠুন অনন্যা।
13
13
মীন: এই রাশির শুভ রং সি-গ্রিন, হালকা নীল। স্বপ্নময় মীন রাশির জাতিকাদের জন্য সি-গ্রিন রং শান্তি ও গভীরতার প্রতীক। মুক্তোর গয়না, গোলাপি লিপস্টিক ও সফট আইশ্যাডো আপনাকে দেবে দারুণ লুক।