২০০১ সালের ১২ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্ম ইব্রাহিম জাদরানের। ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা ছিল তাঁর। কাবুলের রাস্তায় ক্রিকেট খেলতে খেলতেই একদিন তিনি চোখে পড়ে যান কোচ এবং নির্বাচকদের। জাদরানের প্রতিভা দেখে তাঁরা উৎসাহ দেন ক্রিকেট নিয়ে কেরিয়ার গড়ার জন্য। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই আফগান তারকাকে।
2
5
২০১৭ সালে আফগানিস্তানের অবুর্ধ্ব ১৯ দলে প্রথম সুযোগ পান এই ডানহাতি ব্যাটার। ব্যাটিংয়ের স্কিল এবং প্রতিভা থাকায় উন্নতি করতে বেশি সময় লাগেনি তাঁর। ২০১৯ সালে সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটান তিনি।
3
5
২০২২ সালে আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার হন ইব্রাহিম জাদরান। কমেন্টেটর, ক্রিকেট বিশেষজ্ঞরাও তাঁর প্রশংসা করেছেন। ব্যাটিংয়ের টেকনিক, চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করার ক্ষমতা রয়েছে জাদরানের। তারও প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
4
5
এই ডানহাতি ব্যাটারের বর্তমানে ৩৫টি একদিনের ম্যাচে ছ’টি শতরান রয়েছে। তাঁর ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। দ্রুততম আফগানিস্তান ব্যাটার হিসেবে ১০০০ রান সম্পন্ন করেছেন তিনি।
5
5
ইতিমধ্যেই, ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন ইব্রাহিম। ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ১৪৬ বলে ১৭৭ রান করেছেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর। ইংল্যান্ডের বেন ডাকেটের ১৬৫ রানের ইনিংসকেও টপকে গিয়েছেন তিনি।