২০২৫-এর শেষ লগ্নে এসেই ঘুরবে খেলা! নভেম্বর মাসে তৈরি হতে চলেছে ৪ রাজযোগ। ২০০ বছর পর এই বিরল লগ্ন আসছে। চলতি মাসেই মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করছে। ফলে তৈরি হচ্ছে রুচক রাজযোগ।
2
6
কেবল রুচক নয়, এই মাসেই তৈরি হচ্ছে মালব্য, হংস এবং আদিত্য মঙ্গল রাজযোগ। আর এই ৪ রাজযোগের জেরেই হুহু করে বদলাবে ৪ রাশির জীবন। আসবে সাফল্য এবং উন্নতি। তালিকায় আছে কারা?
3
6
সবার প্রথমেই থাকবে বৃষ রাশি। এই রাশির জাতকেরা এই মাসে বিপুল টাকা পাবেন। হঠাৎই ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। জীবন সুখ, শান্তি আসবে।
4
6
মকর রাশির জাতকদের জীবন এই সময় ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। হংস রাজযোগের কারণে তাঁদের মান, খ্যাতি বৃদ্ধি পাবে এই সময়। সমাজে প্রতিষ্ঠা পাবেন।
5
6
তুলা রাশির জাতকেরা যাতেই বিনিয়োগ করবেন তাতেই লাভ করবেন। পরীক্ষা দিলেও তাতে সাফল্য পাবেন। যাঁরা অবিবাহিত তাঁদের বিবাহ যোগ তৈরি হবে এই সময়।
6
6
সিংহ রাশির জাতকেরা আদিত্য মঙ্গল রাজযোগের কারণে লাভবান হবেন। তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, বাড়বে প্রতিষ্ঠা। সরকারি চাকরির পরীক্ষা দিলেও সাফল্য পাবেন। ব্যবসায়ীরা এই সময় দারুণ লাভের মুখ দ