নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পৌলমী দাস। সঙ্গে শুরু হচ্ছে নতুন কাজ। একসঙ্গে জোড়া সুখবর দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ডিসেম্বরেই দীর্ঘদিনের ভালবাসার মানুষের সঙ্গে চার হাত এক করছেন পৌলমী।

 

জি বাংলার নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পৌলমী দাস। 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকেও দেখা গিয়েছিল পৌলোমীকে। ছোট পর্দায় একাধিক কাজ করার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। নতুন ধারাবাহিকের শুটিংও শুরু করবেন তিনি। এই ধারাবাহিকে মিত্তির বাড়ির মেজ বউয়ের চরিত্রে অভিনয় করছেন পৌলমী। পরিস্থিতির সঙ্গে সঙ্গে এই চরিত্রের মধ্যে নানা পরিবর্তন দেখা যাবে। তবে সবমিলিয়ে বেশ অন্যরকম তাঁর এই চরিত্রটি, জানালেন পৌলমী।

 

এদিকে কাজের ব্যস্ততার সঙ্গেই চলছে জীবনের নতুন অধ্যায়কে গুছিয়ে নেওয়ার জন্য শেষ মুহূর্তের কিছু কাজ। চলতি বছরের ৬ ডিসেম্বর ব্যবসায়ী ঋদ্ধিমান মজুমদারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। অভিনেত্রী জানালেন, প্রেম করে নয় বরং সম্বন্ধ করেই বিয়ে হচ্ছে তাদের। এক বছর ধরে একে অপরের সঙ্গে জানা এবং বন্ধুত্ব গড়ে ওঠার পর অবশেষে জীবনের নতুন পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছেন দু'জনে। বিয়ের জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর নতুন ধারাবাহিকের ব্যস্ততাও তুঙ্গে। তবে এই সময়টা অত্যন্ত উপভোগ করছেন পৌলমী। একসঙ্গে দুইয়ের শুরু, তাই এই সময়ে একটু বেশি ব্যস্ত থাকতে হলেও তাঁর কাছে মুহূর্তটা খুব উপভোগ্য, জানিয়েছেন পোলমী।