শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ২২ : ১৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চিপকে ধোনিদের কোণঠাসা করে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে লখনউয়ের কাছে চার রানে হারের পর, বড় জয় নাইটদের। যার ফলে রানরেটে অনেকটাই এগিয়ে গেল অজিঙ্ক রাহানেরা। নিজেদের জালেই ধরা পড়ল চেন্নাই। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে কুপোকাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রান। গোটা ইনিংসে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। যার ফলে কোনওরকমে একশো রান পার করে চেন্নাই। তিন উইকেট নারিনের, জোড়া উইকেট নেন বরুণ। টানা পাঁচ হার চেন্নাইয়ের। আইপিএলের ইতিহাসে এই প্রথম চিপকে হারের হ্যাটট্রিক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে সিএসকে। জবাবে হাসতে হাসতে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। ১০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ে পৌঁছে যায় কেকেআর। ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়। চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় আবার অধিনায়কের হটসিটে ফেরেন এমএস ধোনি। কিন্তু বুড়ো হাড়ে ভেল্কি হল না। ম্যাচটা মনে রাখতে চাইবেন না ক্যাপ্টেন কুল। ব্যাট হাতেও ব্যর্থ। মাত্র ১ রান করেন। নেতৃত্বও উল্লেখযোগ্য নয়।
শুক্রবার পাওয়ার প্লেতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বের প্রশংসা করতেই হবে। খুব ভাল বোলিং পরিবর্তন করেন। টসে জিতে ধোনির দলকে ব্যাট করতে পাঠান। চিপকের উইকেট স্পিন সহায়ক হওয়ায় শুরুতেই মঈন আলিকে আনেন। ফলও মেলে। চেন্নাইয়ের বিপজ্জনক ওপেনিং জুটি ভাঙেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ফেরান ডেভন কনওয়েকে। ব্যাটিং লাইন আপ পুরো ব্যর্থ। হর্ষিত রানার বলে দু'বার জীবন ফিরে পেলেও তার ফায়দা তুলতে পারেননি বিজয় শঙ্কর। ২৯ রান করে আউট হন। শেষপর্যন্ত উইকেটে টিকে থেকে দলকে একশোর গণ্ডি পার করতে সাহায্য করেন শিবম দুবে। ৩১ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের ইনিংসের সর্বোচ্চ রান দুবের। কিন্তু চেন্নাইয়ের মিডল অর্ডার উইকেট ছুড়ে দেয়। একেবারেই পরিকল্পিত ব্যাটিং নয়। দিশাহীন ক্রিকেট ধোনির দলের।
আইপিএলের ইতিহাসে চলতি মরশুমে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স চেন্নাইয়ের। লক্ষ্যহীন ক্রিকেট। ধোনির নেতৃত্ব নিয়েও এদিন প্রশ্ন উঠতেই পারে। চিপকের উইকেটে পাওয়ার প্লের মধ্যেই মঈন এবং বরুণকে দিয়ে বল করিয়ে বাজিমাত করেন রাহানে। কিন্তু জোরে বোলাররা বেধড়ক মার খাওয়া সত্ত্বেও প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র এক ওভার রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে বল করান ধোনি। যেখানে দলে নূর আহমেদ এবং রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা আছে। চেন্নাইয়ের কোনও বোলারকে রেয়াত করেননি নারিন। বলের পর ব্যাট হাতেও বিধ্বংসী। ২৩ রান করে আউট হন ডি'কক। ৪৬ রানে প্রথম উইকেট হারায় নাইটরা। কিন্তু বাকি কাজটা সারেন সুনীল নারিন এবং অজিঙ্ক রাহানে। ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর মাত্র ১৮ বলে ৪৪ রান করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। মারকুটে ইনিংসে ছিল ৫টি ছয়, ২টি চার। স্ট্রাইক রেট প্রায় আড়াইশোর কাছাকাছি। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা তিনি। ২০ রানে অপরাজিত থাকেন রাহানে। এদিন রিঙ্কু সিংকে চার নম্বরে প্রমোট করা হয়। ছক্কা হাঁকিয়ে কেকেআরকে জয়ে পৌঁছে দেন বাঁ হাতি। তবে অল্প রানের পুঁজি নিয়ে পাওয়ার প্লের মধ্যেই বর্তমানে দলের সেরা স্পিনার নূর আহমেদকে আনা উচিত ছিল ধোনির। সেক্ষেত্রে হয়তো কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারত নাইটরা।
নানান খবর

নানান খবর

'বোলিংয়ের ডন ব্র্যাডম্যান বুমরা', ভারতীয় পেসারকে বিরাট সার্টিফিকেট অস্ট্রেলিয়ান কিংবদন্তির

কোনও ভারতীয় নন, এই তারকা ক্রিকেটারের কথাতেই কেরিয়ার ঘুরে গিয়েছিল বিরাট কোহলির, জানেন তাঁর পরিচয়?

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

ঝোড়ো শতরানের পর ভাইরাল বৈভবের আট বছর আগের ছবি, ইডেনে কার খেলা দেখতে এসেছিলেন জানেন?

‘ভয় আমার মধ্যে নেই, গত তিন মাসের অনুশীলনের ফল এটা’, দুরন্ত শতরান হাঁকিয়েও নিরুত্তাপ বৈভব

আসতে চলেছে বিরাট বদল, আরও বেশি সময় ধরে এবার চলবে আইপিএল, জানেন কী পরিবর্তন আসছে?

রোহিত, কোহলি নন: ভারতীয় দলে সবথেকে বেশি পোশাকের সংগ্রহ রয়েছে এই ক্রিকেটারের, রহস্য ফাঁস করলেন রায়ড়ু

‘প্রচণ্ড মিষ্টি’, পাঞ্জাব অধিনায়কের প্রশংসায় মুখর প্রীতি জিন্টা, শ্রেয়সকে নিয়ে কী বললেন তিনি?

একে তো ফর্ম নেই, চলছে তুমুল সমালোচনা, তার মধ্যেই বিরাট শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ

বিরাট কোহলি, ক্রুনাল পান্ডেয়া নয়, আরসিবি দুর্দান্ত ফর্মে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে, অজানা রহস্য ফাঁস করলেন মঞ্জরেকর