আজকাল ওয়েবডেস্ক: যারা গৃহবধূ তাদের জন্য সুখবর। এবার থেকে তারাও পার্সোনাল লোন পাবেন দ্রুত। এতদিন ধরে যারা শুধু ঘর সামলে এসেছেন তারা এবার মাথা উঁচু করে থাকতে পারবেন। যে টাকা পার্সোনাল লোন হিসাবে নেবেন সেটা তাদের নানা কাজে তারা ব্যবহার করতে পারবেন। যারা মনে করেন ঘর সামলানো অতি সহজ একটি কাজ তারা এটা মনে রাখবেন যে এটি জীবনের একটি কঠিন কাজ।
কীভাবে গৃহবধূরা পার্সোনাল লোন পাবেন তার একটি হিসাব দেখানো হল। এখানে গৃহবধূরা খুব অল্প সময়ের মধ্যে লোন শোধ করতে পারবেন। ফলে তাদের লোনের পরিমানও হবে খুব বেশি নয়। যদি সঠিকভাবে ব্যাঙ্কে গিয়ে তথ্য দিতে পারেন তাহলে অতি সহজেই পেয়ে যাবেন পার্সোনাল লোন।
এখানে পার্সোনাল লোনের জন্য সুদের হার কম থাকে। এরফলে তারা অতি সহজেই সেই লোন শোধ করতে পারেন। এখানে লোনের প্রসেসিং ফি অনেকটাই কম থাকে। ফলে অতি দ্রুত কাজটি শেষ হয়ে যায়। যাদের সেই মহিলা তার কোনও সম্পদ ব্যাঙ্কে গচ্ছিত না করেন সেদিকেও নজর রাখা হয়। একবার যদি লোন পাস হয়ে যায় তাহলে কয়েক ঘন্টার মধ্যে লোন আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে।
গৃহবধূরা পার্সোনাল লোনের জন্য সাধারণ কয়েকটি কাগজ জমা দিতে পারেন। নিজের পরিচয়পত্র, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র দিলেই সহজে লোন পাস হয়ে যায়।
নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে লোনের জন্য আবেদন করুন। দ্রুত যাতে নিজের পার্সোনাল লোনটি পাস হয়ে যায় সেদিকে সবভাবে তৈরি থাকুন। ব্যাঙ্কের চাহিদামতো সমস্ত কাগজ জমা দিয়ে দিন। এরপরই দেখবেন দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে।
লোন শোধ করার জন্য সুদের হার কত হবে সেটা ভাল করে দেখে নিন। যাতে আপনার বাজেটের মধ্যে থাকে সেদিকে নজর রাখুন। চেষ্টা করুন যাতে প্রথমবারেই লোনটি পাস হয়ে যায়। তাহলে আপনার ক্রেডিট স্কোর ভাল থাকবে। দ্রুত শোধ করে দিলে ফের লোনের জন্য আবেদন করতে পারবেন। লোন নেওয়ার আগে ব্যাঙ্কের সমস্ত কাগজ ভাল করে দেখে নিন।
