আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হল। নাম ঘোষণা করলেন ফিচার ছবির জুরি প্রধান রাহুল রাওয়াইল। ৩১টি বিভাগে প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত এক যে ছিল রাজা। ভাওয়াল সন্ন্যাসী মামলা নিয়ে তৈরি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত। সব মিলিয়ে ৪১৯টি ছবির মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে প্রত্যেকটি বিভাগের সেরা সেরা ছবি ও ওই ছবির সঙ্গে যুক্ত শিল্পীদের।
এক নজরে দেখে নেওয়া যাক...
সেরা নন ফিচার ছবি: সোন রাইজ (বিভা বক্সী), দ্য সিক্রেট লাইফ অফ ফ্রগস (অজয় ও বিজয় বেদী)
সেরা শিক্ষামূলক ছবি: সরলা ভিরলা
সেরা ফিচার ছবি: হেল্লারো– গুজরাটি ছবি, পরিচালক– অভিষেক শাহ
সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)
সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)
সেরা অভিনেত্রী: কীর্তি সুরেশ (মহানতী)
সেরা সহায়ক অভিনেতা - স্বানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা সহায়ক অভিনেত্রী - সুরেখা সিক্রি (বাধাই হো)
সেরা কোরিওগ্রাফি: পদ্মাবত
সেরা সিনেমাটোগ্রাফি - এমজে রাধাকৃষ্ণন, ওলু (মালয়ালম)
নতুন পরিচালক সেরা ছবি: নাল (মারাঠি)
সেরা শিশুদের ছবি: সরকারি এরিয়া প্রথমিকা শালে কাসারগড়
সেরা তামিল ছবি: বারাম
সেরা হিন্দি ছবি: অন্ধাধুন
সেরা বাংলা ছবি: এক যে ছিল রাজা
সেরা সংগীত পরিচালনা (গান): সঞ্জয়লীলা বনশালি (পদ্মাবত)