আজকাল ওয়েবডেস্ক: নতুন ফিচার নিয়ে এল। এবার থেকে গুগুল ম্যাপের সঙ্গে মিলিয়ে দেওয়া হল এআইকে। ভারতের বাজারকে আরও কব্জা করতে প্রতিদিনই নতুন ফিচার নিয়ে এসেছে গুগুল। আর এবার গুগুল লেন্সে থাকবে গোটা ভারতবর্ষ। গুগুল ম্যাপ আপনাকে শুধু সঠিক জায়গা দেখিয়ে দেবে তা নয়।
এবার থেকে নতুন ধরণের আপডেট থাকছে গুগুল ম্যাপে। গুগুল ম্যাপ এবার থেকে আবহাওয়ার আপডেট দিয়ে দেবে সকলকে। কোন রাস্তায় জল জমে রয়েছে সেটাও জানিয়ে দেবে গুগুল ম্যাপ। কোন রাস্তায় ঘন কুয়াশা রয়েছে সেটাও আপনাকে আগে থেকেই জানিয়ে দেবে গুগুল ম্যাপ। এই ফিচারের ফলে প্রতিটি মানুষ যারা বর্ষার দিনে রাস্তায় কাজে বের হন তারা উপকৃত হবেন।
সেইমত সেই রাস্তায় আপনি যাবেন নাহলে নিজের পথ পরিবর্তন করবেন। এই কাজে গুগুল ম্যাপকে সহায়তা করবে এআই। কাছের রেস্তোরা, হোটেল সম্পর্কেও সকলকে জানিয়ে দেবে গুগুল ম্যাপ। এই ফিচারগুলি ব্যবহার করে গাড়ির চালকরা বিশেষভাবে উপকার পাবেন। ছোটো রাস্তা থেকে শুরু করে বড় রাস্তা সবই জানিয়ে দেবে এই গুগুল ম্যাপ। নতুন এই ফিচার পেয়ে এবার সকলেই বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করছে গুগুল কর্তৃপক্ষ।
