আজকাল ওয়েবডেস্ক: মায়ের চোখের সামনে লাগাতার যৌন হেনস্থার শিকার মেয়ে। অবশেষে মুখ খুলল ১৩ বছরের নাবালিকা। পুলিশকে জানালে, মায়ের কথাতেই তার প্রেমিক ও এক বন্ধু দিনের পর দিন যৌন হেনস্থা করেছে তাকে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার কাছেই থাকত নাবালিকা। কয়েক মাস আগে মায়ের কাছে আসে। মায়ের সঙ্গে থাকতে এসেই পাশবিক অত্যাচারের শিকার হল সে। বাবার কাছে ফিরেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেয়। তারপরেই বাবার সঙ্গে থানায় গিয়ে অভিযোগ জানায়।
পুলিশকে নাবালিকা জানায়, মায়ের বাড়িতে প্রায়ই আসত তার প্রেমিক ও এক বন্ধু। মায়ের চোখের সামনে দু'জনে মিলে তাকে যৌন হেনস্থা করত। মেয়ের উপর নারকীয় অত্যাচারের পরেও মা কোনও প্রতিবাদ করেনি। এমনকী কখনও কখনও মায়ের কথাতেই তারা যৌন হেনস্থা করেছে। অবশেষে বাবার কাছে অভিযোগ জানায় সে।
নাবালিকার মেডিক্যাল টেস্টের পর যৌন হেনস্থার বিষয়টি সত্যি বলেই জানিয়েছে পুলিশ। এরপরই তার মা ও প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
