আজকাল ওয়েবডেস্ক: বিয়ে হল মানুষের জীবনের এক সবথেকে সুন্দর সময়। তবে সেখানেই যদি ঘটে বিপত্তি তাহলে কী পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে এবার উঠল ঝড়।


বিয়েতে প্রযুক্তির সাহায্য নিতে গিয়ে বিপত্তি। তারপর সেখান থেকেই বরের মুখ শুকনো। প্রযুক্তিকে ব্যবহার করতে গিয়ে জীবনে যে এমন সময় আসতে পারে সেটা বর বাবাজি ভাবতেই পারেনি। তবে ভিডিওটি শেয়ার করার পরই ইন্টারনেট জুড়ে উঠেছে হাসির রোল।


ঘটনাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে একটি ড্রোন করে আকাশ থেকে উড়িয়ে নিয়ে আসা হবে বিয়ের বরমালা। সেটি সরাসরি চলে আসে বরের হাতে। তারপর বর সেটি নিজের নতুন বউয়ের গলায় পরিয়ে দেবে।


এখানে পর্যন্ত সব ঠিক ছিল। তবে সেখানেই ঘটে গেল বিরাট বিপত্তি। দেখা গেল বরের হাতে আসা তো দূরের কথা। তার আগেই বিয়ের মালাটিকে সজোরে ফেল দিল ড্রোন। বর সেটিকে হাতে পেলেও যে নাটকীয়তা সে করতে গিয়েছিল সেখান থেকে তার হার হল। ড্রোনটিও সরাসরি এসে পড়ল বরের গাড়িতে। বর বাবাজি মুখ চুন করে সেই মালাটি হাতে ধরে নিলেন। হিরো হতে গিয়ে হয়ে গেলেন জিরো। ড্রোনটি নিয়ে তুলে দিলেন এক বন্ধুর হাতে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ravi Arya (@ravi_arya_88)