মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুক্রবার একপ্রস্ত আলোচনা হয়েছে তাঁদের সাক্ষাৎ নিয়ে।
2
8
এবার ফের আলোচনার কেন্দ্রে। কারণ ট্রাম্পের নতুন উইন্টার লুক। সেই 'লুক' সামনে আসতেই অনেকেই বলছেন,দিনরাত কটাক্ষ করলেও, আদতে লুকিয়ে মামদানিকেই নকল করছেন মার্কিন প্রেসিডেন্ট।
3
8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে একটি বিলাসবহুল বারগান্ডি স্কার্ফ এবং একটি বড় আকারের কালো ওভারকোট পরে প্রকাশ্যে আসেন, এবং সোশ্যাল মিডিয়া তাৎক্ষণিকভাবে নজরে আসে।
4
8
সাউথ লনে মেরিন ওয়ানে নিয়মিত হাঁটার সময় ওই ছবি সামনে আসে। তারপরেই তুমুল চর্চা।
5
8
অনেকেই বলছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র-নির্বাচিত জোহরান মামদানির সিগনেচার স্টাইলের সঙ্গে নাকি হুবহু মিলে যাচ্ছে ট্রাম্পের পোশাক।
6
8
হোয়াইট হাউসে ট্রাম্প মামদানির সাথে দেখা করার কয়েক ঘন্টা পরেই এই তুলনা সামনে এসেছে।
7
8
নির্বাচনী প্রচারজুড়ে পরস্পরের বিরুদ্ধে তীব্র মন্তব্য—মামদানির মুখে ট্রাম্প ছিলেন ‘স্বৈরশাসক’, আর ট্রাম্পের চোখে মামদানি ছিলেন ‘কমিউনিস্ট।
8
8
সেসবের পরেই, দু'জনের সাক্ষাৎ হয় শুক্রবার। বৈঠকের পুরোটা সময়জুড়ে দুই নেতার কথাবার্তা ছিল আশ্চর্যজনকভাবে বন্ধুত্বপূর্ণ।