নিজস্ব সংবাদদাতা: তাঁদের জুটিকে দর্শক দিয়েছিলেন বিপুল ভালবাসা। ছোটপর্দার জনপ্রিয় জুটি রাহুল-রুকমা কি আবার ফিরছেন? জল্পনা উসকে দিল রাহুলের সোশ্যাল মিডিয়া পোস্ট। আচমকা অনুরাগীদের মন ভাল করে রুকমার সঙ্গে তিন তিনটি মিষ্টি ছবি সামাজিক মাধ্যমের পাতায় ভাগ করে নেন রাহুল। সেইসঙ্গে ক্যাপশনে লেখেন ‘কাছের মানুষ, দূরের দর্শন’।
রুকমাকে সোশ্যাল মিডিয়ায় 'কাছের মানুষ' বলায় রাহুলের পোস্টে অনুরাগীদের মন্তব্য ছেয়ে গিয়েছে। অনেকেই আবার তাঁদের জুটিকে আবারও দেখার জন্য আবদারও জানিয়েছেন। যদিও আবার একসঙ্গে কাজ করা নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।
প্রসঙ্গত, বাংলা ধারাবাহিকের জগতে সুপারহিট জুটি ছিলেন স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের 'রাজা'-'মাম্পি'র জুটি। এই ধারাবাহিকে তাঁরা পার্শ্বর চরিত্রে অভিনয় করেই বিরাট জনপ্রিয়তা পেয়েছিলেন। তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই রাহুল -রুকমাকেই পরবর্তীকালে নায়ক নায়িকার জুটিতে ফিরিয়ে আনা হয়েছিল জি বাংলার ‘লালকুঠি’ ধারাবাহিকে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। বহুদিন পর নতুন করে তাঁদের জুটিকে দেখে আবারও তাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
রুকমাকে সোশ্যাল মিডিয়ায় 'কাছের মানুষ' বলায় রাহুলের পোস্টে অনুরাগীদের মন্তব্য ছেয়ে গিয়েছে। অনেকেই আবার তাঁদের জুটিকে আবারও দেখার জন্য আবদারও জানিয়েছেন। যদিও আবার একসঙ্গে কাজ করা নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।
প্রসঙ্গত, বাংলা ধারাবাহিকের জগতে সুপারহিট জুটি ছিলেন স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের 'রাজা'-'মাম্পি'র জুটি। এই ধারাবাহিকে তাঁরা পার্শ্বর চরিত্রে অভিনয় করেই বিরাট জনপ্রিয়তা পেয়েছিলেন। তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই রাহুল -রুকমাকেই পরবর্তীকালে নায়ক নায়িকার জুটিতে ফিরিয়ে আনা হয়েছিল জি বাংলার ‘লালকুঠি’ ধারাবাহিকে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। বহুদিন পর নতুন করে তাঁদের জুটিকে দেখে আবারও তাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
