সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হইহই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এই বিতর্ক মিটতে না মিটতেই ফের ভাইরাল অন্য এক তরুণী অনুরাগিণীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে উদিতের গভীর চুমু!
ভাইরাল হওয়া এই দ্বিতীয় ভিডিও খানিক পুরনো। সেখানেও দেখা যাচ্ছে, মঞ্চে পারফর্ম করার ফাঁকে নীচে জড়ো হওয়া তরুণী অনুরাগীণীদের দিকে এগিয়ে যাচ্ছেন গায়ক। তাঁকে কাছে পেয়েই নিজস্বী তোলার হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। মুখ বাড়িয়ে দেন উদিত। তরুণীর দল তাঁদের পছন্দের গায়ককে কাছে পেয়ে আরও উদ্বেল হয়ে ওঠে। এই মওকায় এক তরুণীর মুখ টেনে তাঁর ঠোঁটে আচমকা গভীর চুমু গুঁজে দেন উদিত! ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়া। স্বভাবতই গায়ককে ঘিরে নিন্দার ঝড় বেড়েছে আরও। উদিত নারায়ণের উদ্দেশ্যে কেউ লিখছেন 'বিকৃতকাম' কেউ বা লিখছেন 'ইমরান হাশমির বাবা'।
Another video of Udit Narayan pic.twitter.com/dYGWgPfUHl
— Savage SiyaRam (@SavageSiyaram)Tweet by @SavageSiyaram
অবশ্য চুম্বন বিতর্কে এর আগে উদিতের সাফাই ছিল, " ব্যাপারটা আর কিছুই নয়, আমার প্রতি অনুরাগীদের ভালবাসা এবং তাঁদের প্রতিও পাল্টা আমার ভালবাসা ও স্নেহবর্ষণ।”
উদিতের চুমু কাণ্ডে গায়ক অভিজিৎ বলেছিলেন, “আরে ভাই, ও উদিত নারায়ণ। মেয়েরা ওঁর পিছনে দৌড়োয়। ও তো আর মেয়েদের নিজের কাছে টানে না। এছাড়া উদিতের বহু অনুষ্ঠানে মঞ্চে ওঁর স্ত্রী-ও ওঁর সঙ্গে থাকেন, গান-ও করেন। ও রোম্যান্টিক গায়ক, দিন না ওকে একটু সাফল্য উপভোগ করতে। তবে ও কিন্তু খেলোয়াড় মানুষ, যদিও আমি আনাড়ি। তাই ওর সঙ্গে খবরদার কেউ বেশি খেলাধুলো করার চেষ্টা করো না।”
