নিজস্ব সংবাদদাতা: প্রথম ধারাবাহিকের পরই সুপারস্টার দেবের ছবিতে প্রজাপতির মত ডানা মেলে উড়ে এসে বসেছিলেন তিনি। বিদেশে গিয়েও সেরে ফেলেছেন শুটিং। টলিপাড়ায় গুঞ্জন, অভিনয়ের সঙ্গে সঙ্গেই গোপনে প্রণয় জালে জড়িয়ে পড়েছেন এই অভিনেত্রী। সেই প্রেমিক আবার যে কেউ নয়, টেলিভিশনের জনপ্রিয় এক ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক তিনি। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই। কেউ কেউ আবার মুচকি হেসে জানাচ্ছেন, শুধু গুঞ্জন বললে ভুল হবে, দু’জনকে নাকি দেখাও গিয়েছে একসঙ্গে।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
সম্প্রতি দেবের ‘রঘু ডাকাত’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন চর্চিত নায়িকা। সেখানেও তাঁর আশেপাশেই ছিলেন প্রেমিক মহাশয়। দু’জনেই বিষয়টি কাউকে টের পেতে না দিলেও চোখ এড়াইনি অনেকের। প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে এক জনপ্রিয় ধারাবাহিক। সেই ধারাবাহিকের মাঝে নায়িকার প্রেম ভাঙা নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যম। বহু বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এই অভিনেত্রী। কারণ হিসেবে অভিনেত্রী নিজের মুখে কিছু না বললেও শোনা যায় তাঁর সহ-অভিনেতার সঙ্গে প্রেমই ছিল আগের সম্পর্কের বিচ্ছেদের কারণ।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
যদিও তাঁরা সম্পর্ককে প্রেম বলেন না। ধারাবাহিক শেষের পরেও তাঁদের মধ্যে সম্পর্ক অটুট। এই নায়িকার প্রাক্তন প্রেমিকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন দেবের নায়িকা। শোনা গিয়েছে মডেলিং ফটোশুটের মাধ্যমে একে অপরের সঙ্গে আলাপ। সামাজিক মাধ্যমে আগেই তাঁদের বেশ কিছু ছবি দেখা গেলেও এখন প্রায় সব কিছুই মুছে দিয়েছেন তাঁরা। সামাজিক মাধ্যমে কিছু টের পেতে না দিলেও এদিন একসঙ্গে সিনেমা হলে দেখা গেল তাঁদের। মজার বিষয় ক্যামেরা দেখলেই আলাদা হয়ে যাচ্ছিলেন তাঁরা। তবে তাঁদের উপস্থিতি চোখ এড়ায়নি কারওর। জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার বিচ্ছেদের কারণ হিসেবে অনেকে ভাবতে শুরু করেন নায়কের সঙ্গে প্রেমের কারণেই তাঁদের সম্পর্কের এই পরিণতি। এই নিয়ে নানান মন্তব্য করা হলেও সব সময় নীরব থেকেছেন অভিনেত্রী। তবে জীবনের এই কঠিন সময় তাঁর সহ-অভিনেতা যে পাশে ছিলেন তা তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে কি তৃতীয় ব্যক্তি আসার কারণে তাঁদের বিচ্ছেদ? অনেকেই ধারাবাহিকের সেই নায়ককে তৃতীয় ব্যক্তি মনে করলেও এখন যেন মনে হচ্ছে সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, বরং দেবের নায়িকা। যদিও তাঁরা এই বিষয়ে কখনওই কথা বলেননি। তবে এদিন একসঙ্গে সিনেমা দেখার পাশাপাশি একই গাড়ি করে ফিরতে দেখা গেল এই নতুন প্রেমী যুগলকে। একসঙ্গে গাড়িতে না উঠলেও কিছুটা দূরে গিয়ে গাড়িতে ওঠেন তাঁরা। আসলে এই সম্পর্কের কথা সামনে আনতে চাননি কেউই। তাই আগের ছবি সামাজিক মাধ্যম থেকে ইতিমধ্যেই মুছে দিয়েছেন, ব্যতিক্রম একটি ছবি। সেটি কাজের ছবি বলেই নিজেদের সামাজিক মাধ্যম থেকে সেই ছবি মুছে দেননি তাঁরা।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
এই মুহূর্তে তাঁদের প্রেম জমজমাট, যদিও বিতর্ক বা কটাক্ষের আশঙ্কায় নিজেদের প্রেম প্রকাশ্যে আনতে চাননি দু’জনেই।
তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। এই মুহূর্তে ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিয়ে অন্যান্য মাধ্যমে কাজ করছেন অভিনেত্রী, তার মধ্যে অন্যতম প্রজাপতি ২।
