সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হই হই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। অবশেষে মুখ খুললেন উদিত।
এই প্রসঙ্গে রাখঢাক না রেখে উদিত সপাটে জানিয়েছেন, নিজের ‘সেই’ ব্যবহারের মধ্যে কোনও নোংরামো খুঁজে পাননি তিনি। বরং তাতে ছিল স্নেহ। নিজের স্বপক্ষে গায়ক আরও বলেন, “আজ পর্যন্ত নিজের গোটা কেরিয়ারে এমন কিছু করেছি কি যাতে আমার নিজের অথবা পরিবারের নাম বদনাম হয়? জবাব হল না। তাহলে এই বয়সে এমন কিছু করবই বা কেন যেখানে নিজের পরিবারের সুনাম নষ্ট হয়? আমার তো সবকিছুই অর্জন করা হয়ে গিয়েছে। ওই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা হল, আমার প্রতি অনুরাগীদের ভালবাসা এবং তাঁদের প্রতিও পাল্টা আমার ভালবাসা ও স্নেহবর্ষণ।”
Udit narayan, tham jao sir. ???????? pic.twitter.com/AtIYhYt6ZX
— Prayag (@theprayagtiwari)Tweet by @theprayagtiwari
তাহলে কি এতটুকুও অনুতপ্ত নন উদিত? গায়কের উত্তর, “আমাকে দেখে কি একবারও তা মনে হচ্ছে? আমার স্বরে কি কোনও খেদ ধরা পড়ছে? যা হয়েছে সবার সামনে হয়েছে। বলছি তো পুরো বিষয়টাতেই মিশে ছিল স্নেহ, ভালবাসা। এবার এর মধ্যে যাঁরা অশ্লীলতা খুঁজে পাচ্ছেন, তাঁদের জন্য আমার দয়া হয়। তবে তাঁদের কিন্তু আমার তরফে একটি বড় ধন্যবাদ প্ৰাপ্য। কারণ, তাঁদের জন্য আমি আরও বিখ্যাত হয়ে গেলাম!”
প্রসঙ্গত, এই বিষয়ে উদিত আগেও বলেছিলেন, “আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব।নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’’ এখানেই না থেমে এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, “আমি নিপাট ভদ্রলোক। অনুরাগীরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়? দেখুন, অনুষ্ঠানে অনুরাগীরা আমার হাত ধরতে চায়, একটু ছুঁতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। তাই এ সব বিষয়ে বেশি মাথা না ঘামানোই উচিত।’’
