আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট শুরু হতেই মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। মুর্শিদাবাদের জলঙ্গিতে ২৮২ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণনগর মাঠপাড়ার ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা। অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি সামলায়। এদিকে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার পাথরঘাটায় ভোটারদের ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বাম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ২৫৪ এবং ২৫৫ নম্বর বুথে বাম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। ডোমকলেও বোমাবাজির অভিযোগ উঠেছে। এদিকে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে। অজগরপাড়া ৮৮ নম্বর বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ তৃণমূলের ব্লক সভাপতি। এর পরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তৃণমূলের ব্লক সভাপতিকে ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠেছে ধনঞ্জয়ের বিরুদ্ধে। এদিকে, মুর্শিদাবাদের গোপীনাথপুরে ‘‌ভুয়ো’‌ এজেন্ট ধরলেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। 
এদিন ভোট চলছে মালদা (‌উত্তর)‌, মালদা (‌দক্ষিণ)‌, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে। ইতিমধ্যে ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে। 

ফাইল ছবি