নিজস্ব সংবাদদাতা: টিআরপি-তে প্রতি সপ্তাহে ভালই ফল করে জি বাংলার 'আনন্দী'। গল্পের নানা মোড়ে দর্শকের মন জয় করেছেন 'আদি-আনন্দী' ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরা। এবার গল্পে এলো বিরাট চমক। এক ধাক্কায় সাত বছর এগিয়ে গেল এই মেগার গল্প।
এখন আদি-আনন্দীর সর্বক্ষণের ছায়াসঙ্গী টিম সুপার সিক্স। সুপার সিক্স হল ছ'জন ডাক্তারের একটা দল। দলে রয়েছে আনন্দী ছাড়াও নন্দনা, সুপর্ণা, দ্রোণ ও বিক্রম। আর এদের সবার নেতৃত্বে আর কেউ নয় আদি স্বয়ং। ওদিকে প্রোমোতে দেখা যাচ্ছে একটা বড় পথ দুর্ঘটনায় আক্রান্তদের বাঁচানোর গুরু দায়িত্ব এসে পড়ে আদি ও সুপার সিক্স টিমের ওপর। সব বাধা, বিপত্তি কাটিয়ে কীভাবে এতগুলো মানুষের প্রাণরক্ষা করবে সুপার সিক্স টিম? সেই নিয়েই এগোবে গল্প।
নতুন মোড়ে 'সুপর্ণা'র চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অর্জকা আচার্যকে। বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি। যদিও পার্শ্বচরিত্রেই দেখা যেতে চলেছে তাঁকে। আদি-আনন্দীর গল্পের নতুন প্রোমোতে দেখা যায়, একটি বাসে আগুন লাগায়, সেখানকার যাত্রীদের বাঁচাতে ছুটে যায় আদি-আনন্দীর সুপার সিক্স টিম।
এদিকে, আনন্দীর চোখে পড়ে একটি বাচ্চা মেয়ে তখনও বাসের ভিতরে রয়েছে। চিৎকার করে কাঁদছে মেয়েটি। আর কোনওকিছু না ভেবে ছুটে জ্বলন্ত বাসের ভিতর চলে যায় আনন্দী। উদ্ধার করে নিয়ে আসে বাচ্চা মেয়েটিকে। এভাবেই সবার সব বিপদে সুপার সিক্স টিম পাশে থাকবে সেই প্রতিশ্রুতি দেয়। নতুন মোড়ে, নতুন চমকে টিআরপি-তেও খেলা ঘোরাতে পারে কিনা আনন্দী, সেটাই দেখার।
