নিজস্ব সংবাদদাতা: এই প্রথম নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনও ছবির গানের দৃশ্যের শুটিং হল বিদেশে। 'রক্তবীজ ২'-এর তারকা আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায়কে নিয়ে থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউজ। যদিও তাঁরা ফিরে এসেছেন কয়েকদিন হল।
থাইল্যান্ডে গিয়ে নাকি কাজ ছাড়া নিজেদের জন্য আর তেমন সময় বের করতে পারেননি তারকারা। তবে এর মাঝেই মিমি কিন্তু গ্রহণ করে ফেলেছেন বিদেশি জুসের স্বাদ। সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে দেখা যাচ্ছে, থাইল্যান্ডের এক রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে জুস তৈরি করছেন তিনি।
আম, বেদানা-সহ আরও ফল দিয়ে তৈরি করছেন জুস। শুধু নিজের হাতে জুস তৈরি করছেন না মিমি, তাঁকে ভিডিওতে দেখা গেল রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে। এরপর জুস তৈরি করে দুটো গ্লাসে ভরে নিয়ে যেতেও দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু কার জন্য নিজের হাতে জুস তৈরি করলেন মিমি?
তা যদিও ধোঁয়াশা রেখেছেন অভিনেত্রী। সহ-অভিনেতা বা পরিচালদ্বয়ের জন্যও নিজের হাতে জুস বানাতে পারেন নায়িকা। তবে কে এই জুসের স্বাদ পেলেন, তা যদিও জানা যায়নি। তবে ঝটতি সফরে বিদেশে গিয়ে বেশ ভালই সময় কেটেছে 'রক্তবীজ ২' টিমের, তা বোঝাই যাচ্ছে।
প্রসঙ্গত, থাইল্যান্ডে ছবির দুটো গানের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। আবির-মিমি ছবির প্রিক্যুয়েলেই ছিলেন। তাঁদের নিয়ে প্রেমের গান তৈরি হয়েছে। আর সিক্যুয়েলে নতুন সংযোজন অঙ্কুশ হাজরা-কৌশানী মুখোপাধ্যায়। তাঁদের নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় গানটি। জানা যাচ্ছে, এই গানই ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবে।
